আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন দুই বন্ধু ধোনি-রায়না

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন দুই বন্ধু ধোনি-রায়না

নিজস্ব প্রতিবেদন, শেষ হলো ভারতীয় ক্রিকেটে এক বড়ো অধ্যায়ের। আজ সন্ধ্যা সাড়ে সাতটা নিজের ইনস্টাগ্রাম পোষ্টে আন্তর্জাতিক ক্রিকেটে থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন মহেন্দ্র সিং ধোনি। ‘মে পাল দো পালকা সায়ার হু’ গানের মধ্যমে তিনি এই ঘোষণা করেন। এইভাবেই সমাপ্ত হলো ভারতের সর্বকালের সেরা অধিনায়কের ক্রীড়া জীবনের।

তাঁর দীর্ঘ এই ক্রিকেট জীবনে একাধিক সাফল্য এনে দিয়েছেন ভারতীয় ক্রিকেটকে। তিনি প্রথম ভারতীয় অধিনায়ক, যার অধিনায়কত্বে দেশ তিন তিনটি আইসিসি ট্রফি জিতেছে। ২০০৭ এ আইসিসি টি টুয়েন্টি ওয়ার্ল্ডকাপ, ২০১১ পঞ্চাশ ওভারের ওয়ার্ল্ডকাপ, ও তারপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের বিশ্বের টেষ্টে এক নম্বর দল হয়েছিল তার অধিনায়কত্বেই।

এরপরই শনিবার রায়নাও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। ধোনির পথেই হাঁটলেন দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য সুরেশ রায়না। ইন্সাটাগ্রামে চেন্নাই দলের সতীর্থদের সঙ্গে একটি ছবি দিয়ে রায়না লিখেছেন, “আমিও মাহির সাথে এই যাত্রায় যোগ দিলাম। ধন্যবাদ। জয় হিন্দ।” বেশ কয়েকবার ভারতীয় দল চাপে থাকাকালীন রক্ষক হয়েছেন সুরেশ রায়না। তাঁর বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংসের সৌজন্যে জয়ের মুখ দেখেছে ভারত।

২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সুরেশ রায়না। পাশাপাশি T-20 ম্যাচেও বিশেষ সাফল্যের পরিচয় রেখেছেন তিনি। ১৮টি টেস্ট ম্যাচ এবং ২২৬টি একদিনের ম্যাচের অভিজ্ঞতা নিয়েই বিদায় নিচ্ছেন তিনি। তিনি আজ ট্যুইট করে বলেন, “ধোনির সঙ্গে খেলতেই তিনি বেশি স্বচ্ছন্দ অনুভব করতেন।আর তাই তাঁর অবসরের সিদ্ধান্ত অনুসরণ করলেন”।

তাঁর ট্যুইট করার পরই সুরেশ রায়নার দল চেন্নাই সুপার কিংস তাঁর অবসর গ্রহণের খবর নিশ্চিত করেছেন।অবশ্য বিগত বেশ কয়েক বছর ধরেই ধোনির অবসর নিয়ে জলঘোলা চলছিল। একই দিনে দুই জনপ্রিয় তারকা খেলোয়ারের অবসরের সিদ্ধান্তে ভেঙে পড়েছেন ক্রিকেট প্রেমীরা।

Leave a Comment