করোনা আবহে এবার ডেঙ্গু হানা, ডেঙ্গুতে মৃত কলকাতার দুই কিশোর

করোনা আবহে এবার ডেঙ্গু হানা, ডেঙ্গুতে মৃত কলকাতার দুই কিশোর

নিজস্ব প্রতিবেদন, করোনা আবহে এবার ডেঙ্গুতে মৃত্যু হল কলকাতার দুই কিশোরের। চলতি বছরে শহরে প্রথম ডেঙ্গুর বলি এই দুই কিশোর। দুই কিশোরের নাম ফয়জান আহমেদ, পার্ক সার্কাস এলাকার বাসিন্দা ও সায়ন্তন বন্দ্যোপাধ্যায়, হাওড়ার বাসিন্দা। বেশকিছুদিন ধরেই তাদের শরীরে ডেঙ্গুর একাধিক উপসর্গ দেখা দেয়। সোমবার পরিস্থিতির অবনতি হতে ফয়জান আহমেদ-কে ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে ভর্তি করা হয়। ডেঙ্গুর সঙ্গে লড়াইয়ে হার মানে ওই কিশোর। ডাক্তারদের চেষ্টা শেষমেষ বিফলে যায়। অপরদিকে দ্বাদশ শ্রেণির সায়ন্তন বন্দ্যোপাধ্যায়-এর পরিবারের সদস্যদের দাবি, একের পর এক হাসপাতাল ঘুরে শেষে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে গত শনিবার ভর্তি করা হয় ওই কিশোরকে। রক্ত পরীক্ষার রিপোর্টে জানা যায়, তার ডেঙ্গি হয়েছে।রবিবার সকালে মারা যায় সেও।

করোনা আবহে এরূপ ডেঙ্গিতে কিশোরদের মৃত্যু বেশ আতঙ্কের মধ্যে ফেলছে রাজ্যবাসীকে। দুই কিশোরের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গিতে মৃত্যু বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সায়ন্তনের পরিবারের অভিযোগ, রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থায় অনেক সমস্যা রয়েছে। অসুস্থ ছেলেকে নিয়ে ঘুরতে হয়েছে বহু হাসপাতালে। করোনা আবহে এই সমস্যা যেন বেশি চোখে পড়ছে। বহু হাসপাতাল ঘুরে আন্দুল রোডের একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সায়ান্তনকে। কিন্তু সেখানেও বেড না থাকায় সায়ন্তনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, হাওড়ায় প্রথম ডেঙ্গিতে মৃত্যুর খবর পেয়েও জেলা স্বাস্থ্য দফতর বা পুরসভার কেউ খোঁজ নিতে আসেননি।

Leave a Comment