তফসিলি জাতিভুক্ত প্রার্থীদের সরকারি শিক্ষক নিয়োগের দাবিতে উত্তাল রাজস্থান, নিহত ৫

তফসিলি জাতিভুক্ত প্রার্থীদের সরকারি শিক্ষক নিয়োগের দাবিতে উত্তাল রাজস্থান, নিহত ৫

নিজস্ব প্রতিবেদন, ১,১৬৭টি অসংরক্ষিত শূন্যপদে তফসিলি জাতিভুক্ত প্রার্থীদের সরকারি শিক্ষক নিয়োগ করার দাবিতে বিক্ষোভ রাজস্থানে। বিক্ষোভের প্রভাবে উদয়পুর জেলায় খেরওয়ারা শহরে নিহত হলেন পাঁচ। প্রায় একশোর বেশি বাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এই ঘটনার জেরে শনিবার সন্ধ্যায় নামে আধাসামরিক বাহিনী।বিগত বেশ কয়েকদিন ধরেই রাজস্থানের বিক্ষিপ্ত অঞ্চল জুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন আবেদনকারীরা। এই অবরোধ হিংসাত্মক চেহারা নিলে তিন দিনেই পুড়িয়ে দেওয়া হয় ৬টি ট্রাক, ৫টি বাস, পুলিশের ৪টি গাড়ি, ৯টি ব্যক্তিগত গাড়ি, ৯টি টেম্পো এবং একটি মোটরসাইকেল। বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে এক হাজার রাউন্ড রবার বুলেট ছোড়ে পুলিশ।

গত তিন দিন ধরে পাশের দুঙ্গারপুর জেলায় যানবাহন জ্বালিয়ে দোকানপাট ভাঙচুর করে বিক্ষোভ দেখাচ্ছিলেন জনজাতি গোষ্ঠীর সদস্যরা। বৃহস্পতিবার ১,১৬৭টি অসংরক্ষিত শূন্যপদে তফসিলি জাতিভুক্ত প্রার্থীদের সরকারি শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে দুঙ্গারপুর জেলায় ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। ক্রমে সেই অবরোধ হিংসাত্মক চেহারা নিলে তিন দিনে পুড়িয়ে দেওয়া হয় ৬টি ট্রাক, ৫টি বাস, পুলিশের ৪টি গাড়ি, ৯টি ব্যক্তিগত গাড়ি, ৯টি টেম্পো এবং একটি মোটরসাইকেল। বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে এক হাজার রাউন্ড রবার বুলেট ছোড়ে পুলিশ।

রাজস্থানের উদয়পুর জেলার খেরওয়ারা শহরে এ পর্যন্ত অন্ততপক্ষে পাঁচ জন বিক্ষোভের কারণে প্রাণ হারিয়েছেন। বিক্ষোভকারীরা জেলা জুড়ে প্রায় ১০০টিরও বেশি বাড়ি ভাঙচুর করে। উদয়পুরের পাশের জেলা দুঙ্গারপুর জেলাতেও গত তিনদিন ধরে বিক্ষোভ চলছে।জনজাতিদের বিক্ষোভ নিয়ন্ত্রণের আগেই চারটি জেলায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রাজস্থান সরকার এবং জারি করা হয় ১৪৪ ধারা। অপরদিকে দুঙ্গারপুরের বিক্ষোভের প্রভাব পড়ে সংলগ্ন উদয়পুর, বাঁসওয়াড়া ও প্রতাপগড় জেলায়। শুক্রবার থেকে শনিবার রাত পর্যন্ত তার জেরে কাকরা ডুংরি এলাকায় জাতীয় সড়কের উপরে জ্বালিয়ে দেওয়া হয় ৮টি ট্রাক। বেশ কিছু দোকানেও লুঠপাট চালানো হয়।শনিবার রাতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বিক্ষোভকারীদের প্রতি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার এবং আইন মেনে চলার জন্য আবেদন জানান।

Leave a Comment