আজ আরো ১১ জনের মৃত্যু হোলো করোনায়, এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩৩, মুখ্যসচিব রাজীব সিংহের মতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫৭২, গত ২৪ ঘন্টায় বেড়েছে ৩৭। রোগমুক্তির সংখ্যা ১৩৯, গত ২৪ ঘন্টায় রোগমুক্ত হয়েছেন ১৫ জন।
মুখ্যসচিব জানান করোনা রোগীর মৃত্যুর কারণ নির্ধারণে গঠিত ডেথ অডিট কমিটি এপর্যন্ত ১০৫টি মৃত্যুর কারণ খতিয়ে দেখেছেন এবং এর মধ্যে ৭২ জন রোগীর ক্ষেত্রে কোমরবিডিটি কাজ করেছে বলে জানান, কোমরবিডিটি অর্থাৎ তাদের শরীরে করোনা সংক্রমণ ঘটলেও তাদের মৃত্যুর জন্য দায়ী করোনা নয়।
অডিট কমিটির বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী আইসিএমআর গাইডলাইন মেনে ডেথ সার্টিফিকেটে সমতা আনতে হবে, ফলে সার্টিফিকেটে মৃত্যুর তাৎক্ষণিক কারণ, ওই ব্যাক্তির আর কি কি রোগ ছিল এবং আন্ডারলায়িং কজ, এগুলিও থাকতে হবে। রোগীদের নথিপত্র নজরদারি এবং সংরক্ষনে বেশি জোর দেওয়া দরকার।
মুখ্যসচিব জানিয়েছেন গত ২৪ ঘন্টায় আক্রান্তদের ৮০% কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনার। উনি আরো জানান অরেঞ্জ জোনের ২ টি জেলা থেকে গত ২৫ দিনে এবং ৩ টি জেলা থেকে গত ২১ দিনে কোনো সংক্রমণ হয় নি। রাজ্যে রেন্ডাম নমুনা পরীক্ষা শুরু হবে এবং নতুন কোনো কিছু ধরা পড়লে বিশেষজ্ঞরা সেটা সরকার কে জানাবেন।