কোভিড আক্রান্ত হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

এই বছর টা সত্যি যেন বিষময়। এবার কোভিডে আক্রান্ত হলেন বাংলার প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বছরের শুরু থেকেই একে তো করোনার থাবা তার ওপর এ যেন নক্ষত্র পতনের বর্ষ। এই প্রবীণ অভিনেতার সংক্রমণের খবর ছড়িয়ে পরতেই বাংলা জুড়ে শোকের ছায়া। প্রত্যেকেই তাঁর আরোগ্য কামনা করছে। আজ মঙ্গলবার, বেলা ১১ টা নাগাদ তাঁকে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। কিছুদিন ধরে কোভিড লক্ষ্মণ দেখা দেওয়ার কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গত বছর নিউমোনিয়ায় অসুস্থ হয়ে রুবি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এর আগেও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি বেশ করেকবার হাসপাতালে ভর্তি হন। তাঁর পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই তিনি সিওপিডি তে আক্রান্ত ছিলেন। প্রবীণ অভিনেতার শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই তাঁকে চিকিৎসা করছেন ডাক্তাররা।

টলিউডে করোনার খবর আর নতুন নয়। দিনের পর দিন একে একে আক্রান্ত হয়েছেন অনেক তারকা। একাধিক অভিনেতা, অভিনেত্রী, পরচালক সহ কলাকুশলীরাও কোভিড পজিটিভ হন। কিছুদিন আগেই অভনেতা সোহম চক্রবর্তী ও করোনা আক্রান্ত হন। তার আগে টলিটাউনের বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী আক্রান্ত হন। কোয়েল মল্লিকের আ হওয়ার সুখবর পাওয়ার পরেই টলিপাড়ায় ছড়িয়ে পরে মল্লিক পরিবারের করোনা আক্রান্তের খবর। যদিও খুদে সোনা টি সুস্থই ছিলেন। তাঁরা সকলেই হোম আইসোলেশনে ছিলেন এবং এখন পুরোপুরি সুস্থ। এছাড়াও সিরিয়ালের কিছু অভিনেতারাও এই ভাইরাসের কবলে পড়েছেন। আমরা সকলেই সৌমিত্র বাবু সহ সকলেরই আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করি।

Leave a Comment