কোভিডে আক্রান্তের মোট সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে ভারতে, এবং আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত এখন বিশ্বে তৃতীয় স্থানে। যদিও ভারতের মৃত্যুর হার বিশ্বের বাকি বেশ কয়েকটি দেশের তুলনায় অনেক কম, তবুও দেশি মৃত্যুর সংখ্যা কুড়ি হাজার ছাড়িয়েছে।
আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বাড়লেও ভারতে সুস্থ হওয়ার হার অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি, এবং এখন আক্রান্তের সংখ্যা সুস্থ হওয়ার সংখ্যার প্রায় অর্ধেক যেটা প্রশাসনকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভারতের সুস্থ হয়েছেন ১৫৫১৫ জন এবং দেশে মোট সুস্থ হওয়ার সংখ্যা চার লক্ষ ৩৯ হাজার ৯৪৮ জন।
নিম্নে রাজ্যভিত্তিক মৃত্যুর সংখ্যা দেওয়া হল
আক্রান্ত সংখ্যার হিসেবে দেশের রাজ্য গুলোর মধ্যে মহারাষ্ট্র এখনো প্রথম স্থানে এবং সেখানে এই সংখ্যাটা এখনো অব্দি ২ লক্ষ ছাড়িয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে পাঁচ হাজার জন নতুন করে আক্রান্ত হয়েছে। আমাদের রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৯৮৭। লকডাউন উঠে যাওয়ার পর দেশের প্রত্যেকটি রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যায় অনেক বেশী বৃদ্ধি ঘটেছে, রাজ্যে করোনার শিকার হয়েছেন এখন অব্দি ৭৭৯ জন, যার মধ্যে কত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২২ জনের ।
তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা হল এক লক্ষ ১৪ হাজার ৯৭৮ জন। দিল্লির আক্রান্তও মঙ্গলবার এক লক্ষ পেরলো। রাজধানীতে মোট আক্রান্তের সংখ্যা হল এক লক্ষ ৮২৩ জন।৩৬ হাজার ৭৭২ সংক্রমণ নিয়ে গুজরাত ও ২৮ হাজার ৬৩৬ আক্রান্ত নিয়ে উত্তরপ্রদেশ, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। তেলঙ্গানা (২৫,৭৩৩), কর্নাটক (২৫,৩১৭), পশ্চিমবঙ্গ (২২,৯৮৭), রাজস্থান (২০,৬৮৮) ও অন্ধ্রপ্রদেশে (২০,০১৯) জন আক্রান্ত হয়েছেন। হরিয়ানা (১৭,৫০৪), মধ্যপ্রদেশ (১৫,২৮৪), বিহার (১২,১২৫) ও অসমে (১২,১৬০) রোজ দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা।