কোনও ভাবেই আটকানো যাচ্ছে না মারণ ভাইরাসকে। সারা পৃথিবীর মানুষ আজ অসহায় । চিকিৎসা বিজ্ঞান আজ ফেল । জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে ইতিমধ্যে আক্রান্ত ১৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মোট আক্রান্ত ১৩ লক্ষ ২৩ হাজার ৪৮১। মৃত্যু হয়েছে ৭৩ হাজার ৬০৩ জনের।
আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে আমেরিকা। প্রতি মুহূর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেখানে মোট আক্রান্ত ৩ লক্ষ ৫২ হাজার ১৬০ জন। মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে।
আমেরিকার পরেই রয়েছে স্পেন। এই প্রথম আক্রান্তের সংখ্যায় ইটালিকেও টপকে গেল তারা। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার ৩২। তবে আশার আলো এইটুকু যে, গত রাত থেকে মৃত্যুর সংখ্যা খুব একটা বাড়েনি। এর পরেই রয়েছে ইটালি (১ লক্ষ ৩২ হাজার ৫৪৭ জন)। জার্মানিতে আক্রান্তের সংখ্যাও এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে। অন্য দিকে, ফ্রান্সে আক্রান্ত ৯৮ হাজার ০১০।
মৃত্যুর নিরিখে সবচেয়ে খারাপ পরিস্থিতি ইটালিতে। সেখানে মৃত্যুর সংখ্যা প্রায় ১৬ হাজারের গণ্ডি অতিক্রম করে গেলো। তার পরেই রয়েছে স্পেন। সেখানেও হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। প্রায় ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে সেখানে। তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স। সেখানে মৃতের সংখ্যা প্রায় ৯ হাজারের কাছাকাছি । বিশ্ব জুড়ে করোনার এই তাণ্ডবলীলার মধ্যে আশার আলো বলতে আড়াই লক্ষেরও বেশি মানুষ করোনার করাল গ্রাস থেকে সুস্থ হয়ে উঠেছেন।