দেশে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণের সংখ্যা। ২৪ ঘন্টায় নতুন সংক্রমণের সংখ্যা ১৩ হাজার ৫৮৬ যা এখনো অব্দি ২৪ ঘন্টার হিসেবে ভারতের সর্বাধিক। দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লক্ষ ৮০ হাজার ৫৩২ জন।
আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাও যথেষ্ট ভাবাচ্ছে।
পশ্চিমবঙ্গেও মৃত্যু ৫০০-র গন্ডি ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গে করোনার কবলে মৃতের সংখ্যা ৫১৮। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৪৩৫ জন।
তবে আশার আলো এটাই যে দেশে সুস্থ হওয়া রোগীর পরিমাণ অনেক বেশি। শুক্রবার সকাল অব্দি দেশে ২০৪৭১১ জন সুস্থ হয়েছেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৩৮৬ জন।