করোনা মোকাবিলায় ভিলওয়ারা মডেল – কাজ করছে ম্যাজিকের মতো

দেশের করোনা হটস্পটগুলিতে ভিলওয়ারা মডেল চালু করতে পারে কেন্দ্র? কেন্দ্র সরকারের এমনই একটা ভাবনা চিন্তার কথা শোনা যাচ্ছে । করোনা মোকাবিলায় ভিলওয়ারা মডেলের সাফল্যের কথা স্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব রাজীব গৌবা।

রাজস্থানের ছোট্ট এই শহরে করোনা মোকাবিলার কথা বললেই বোঝা যাবে গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। গত ২০ শে মার্চ পর্যন্ত ভিলওয়ারায় এত করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছিল যে কোনও কোনও মহলে এই শহরকে চিনের উহানের সঙ্গেও তুলনা করা হচ্ছিলো।

এখনও পর্যন্ত ভিলওয়ারায় ২৭ জনের কোভিড-১৯ ধরা পড়েছে। মৃতের সংখ্যা ২। আক্রান্তের মধ্যে আবার ১৩ জন সুস্থও হয়ে উঠেছেন। কীভাবে সংক্রমণ রুখে দেওয়া সম্ভব হল? ভিলওয়ারারা জেলাশাসক রাজেন্দ্র ভাট সংবাদমাধ্যমে জানিয়েছেন, ২০ শে মার্চ পর্যন্ত শহরে কোভিড ১৯ পজিটিভের সংখ্যা ছিল ২৭। এদের মধ্যে ৮ জনের লালারসে পরীক্ষায় শেষপর্যন্ত নেগেটিভ আসে। ১৩ জন সুস্থ হয়ে গিয়েছেন।

রাজেন্দ্র ভাট জানিয়েছেন, করোনা পজিটিভের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গেই জেলায় কার্ফু জারি করা হয়। জেলার সীমান্তগুলিকে সিল করে দেওয়া হয়। তারপর শহর ও গ্রামে গ্রামে চলে ব্যাপক পরীক্ষা। কোথায় কে অসুস্থ আছে খুঁজে বের করা হয়। চালানো হয় ডোর টু ডোর ক্যাম্পেইন। এর জন্য ১৯৩৭টি টিম তৈরির করা হয়েছিল। ২২ শে মার্চ থেকে ২ রা এপ্রিল পর্যন্ত ৪.৪১ লাখ ঘরে সার্ভে করা হয়।

ভিলওয়ারার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা মুস্তাক খান বলেন, আমরা ১৪০০ মানুষকে চিহ্নিত করেছিলাম, যাদের মধ্যে ইনফ্লুয়েঞ্জার উপসর্গ ছিল। তাদের ওপরে নজর রেখেছিল আমাদের মেডিক্যাল টিম। এভাবে বাররার পরীক্ষা করে তারা কোভিড-১৯ পজিটিভ কিনা তা নিশ্চিত করা হয়।

Leave a Comment