করোনা চিকিৎসায় ‘করোনাভির’ প্রয়োগে ছাড় রাশিয়ার
নিজস্ব প্রতিবেদন, গোটা বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা প্রতিষেধক আবিষ্কারের চেষ্টায় দিন – রাত পরিশ্রম করে চলেছে। দেশগুলি করোনা রুখতে অনবরত যুদ্ধ করে চলেছে। এরমধ্যে রাশিয়া রয়েছে সামনের সারিতেই। ইতিমধ্যে নানান ভ্যাকসিনের ট্রায়াল চলেছে সেখানে। এবার সামান্য বা মাঝারিমাত্রার সংক্রমণের ক্ষেত্রে আগামী সপ্তাহে আর-ফার্ম-এর অ্যান্টি ভাইরাল ড্রাগ করোনাভির বাজারে আসছে।
হাসপাতালের বাইরে সামান্য বা মাঝারিমাত্রার সংক্রমণের ক্ষেত্রে চিকিৎসার জন্য আর ফার্ম-এর করোনাভির ওষুধকে ছাড়পত্র দিয়েছে রাশিয়া। শুক্রবার ওষুধ প্রস্তুতকারক ওই কোম্পানির তরফে এ কথা জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে করোনা চিকিৎসায় রাশিয়ায় আরও একটি ওষুধ অ্যাভিফাভিরকে ছাড়পত্র দেওয়া হয়।
অ্যাভিফাভির এবং করোনাভির দুটিরই মূল ড্রাগ ফ্যাভিপিরাভির। জাপানে ইতিমধ্যেই অ্যাভিফাভির করোনা চিকিৎসায় বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। রাশিয়া খুব দ্রুত বিশ্ব বাজারে আনতে চলেছে করোনা টিকা, এমনই ইঙ্গিত আর ফার্মার। স্পুটনিক-ভি ভ্যাকসিন নিয়ে বিভিন্ন দেশেও পরীক্ষা – নিরীক্ষার কাজ শুরু হয়েছে। এই ভ্যাকসিন সরবরাহ নিয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক চুক্তি সেরে ফেলেছে রাশিয়া।
এই ড্রাগ বাজারে আসার আগে ১৬৮ জন করোনা আক্রান্তের উপর এই পরীক্ষা চালানো হয়েছে। তৃতীয় পর্যায়ের পরীক্ষা চালানোর পর ছাড়পত্র মিলেছে এই ওষুধ প্রয়োগে।