দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন মেডিক্যাল কলেজের সহকারী সুপার ও নার্স
নিজস্ব প্রতিবেদন, সুস্থ হয়ে ওঠার পর ফের সংক্রমণ! দ্বিতীয়বার করোনা আক্রান্ত কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক সহকারী সুপার ও নার্স।গত ৭ মে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল করোনা হাসপাতাল হিসেবে চিহ্নিত হওয়ার পর থেকে নানা বিতর্ক পিছু ছাড়ছে না। এর আগে মেডিক্যাল কলেজের জুনিয়ার ডক্টর, ছাত্রছাত্রীদের একাংশ নন কোভিড বা করোনা আক্রান্ত নন, এমন রোগীদের ভর্তি করার দাবিতে আন্দোলনে নামেন।সব মিলিয়ে প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে কলকাতা মেডিক্যাল কলেজ।
কলকাতা মেডিক্যাল কলেজের বেশ কয়েকজন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী আক্রান্ত হন করোনাতে। এরফলে বেশ আতঙ্কের সৃষ্টি হয়েছিল হাসপাতালে। কিছুদিন আগে কলকাতা মেডিক্যাল কলেজের এক সহকারি সুপার করোনা আক্রান্ত হন।চিকিৎসা শুরু হয়। সাতদিন পর তাঁর শারীরিক উন্নতি দেখা দিলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তিনি তখন করোনা টেস্টও করিয়েছিলেন। রিপোর্ট নেগেটিভ আসে।
আজব বিষয়! সুস্থ হয়ে কাজে যোগ দেওয়ার ৭ দিন পর হঠাৎ করেই ডায়রিয়া, কাশি শুরু হয়। ফের তিনি করোনা পরীক্ষা করালে তাঁর রিপোর্ট পজেটিভ আসে। তবে এবার তাঁর কোনোরকম উপসর্গ না থাকায় বাড়িতেই আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।হাসপাতালে সুপার তথা উপাধ্যক্ষ ডক্টর ইন্দ্রনীল বিশ্বাস জানান, “দ্বিতীয় বার করোনা আক্রান্ত হওয়ার ঘটনা নিঃসন্দেহে ব্যতিক্রমী, তবে কি কারণ সেটা বিশেষজ্ঞ চিকিৎসকরা খতিয়ে দেখবেন।”