বর্মবস্ত্রে করোনা

করোনার নিত্য নতুন ধর্ম রীতিমতো চাপে ফেলেছে বিশেষজ্ঞদের। এতদিন জানা ছিল স্পাইক প্রোটিনের কারণে করোনা ভয়াবহ হয়ে ওঠে এবং শরীরের এন্টিবডি যদি এই স্পাইক প্রোটিনকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলেই করোনা বিপর্যয় ডেকে আনে। সম্প্রতি “সায়েন্স” পত্রিকায় লেখা একটি গবেষণায় জার্মানির বৈজ্ঞানিকেরা দাবি করেন যে শরীরের এন্টিবডি রুখতে বিশেষ বর্মবস্ত্র পড়ে আছে ভাইরাস নিজেও।

আল্ট্রা হাই রেসোলিউশন মাইক্রোস্কোপিক পদ্ধতির সাহায্যে সম্প্রতি জার্মানির একদল বৈজ্ঞানিক ম্যাক্সপ্লাঙ্ক ইনস্টিটিউট অফ বায়ো ফিজিক্সের গবেষণাগারে করোনাভাইরাস এর পরীক্ষা করেছিলেন এবং তাতেই দেখা গেছে ভাইরাসটির শরীরের উপরে যে কাটার মতন অংশগুলি থাকে সেটিকে ঢেকে রেখেছে গ্লাইক্যান নামক শর্করা জাতীয় অনু। বলাই বাহুল্য এই কাটার মতন অংশতেই থাকে ক্ষতিকর স্পাইক প্রোটিন যেটি করোনাভাইরাস কে মারণাস্ত্রে পরিণত করেছে। এই গ্লাইকান স্তরের জন্যই শরীরে তৈরি হওয়া এন্টিবডি করোনাভাইরাস এর ধারে কাছে আসতে পারে না। ভাইরাসের এই চরিত্রটি ভ্যাকসিন তৈরিতে বিশাল ভাবে সাহায্য করবে বলে দাবি করেছে বৈজ্ঞানিকেরা।

সম্প্রতি মার্কিন গোয়েন্দা দপ্তর একটি রিপোর্টে জানিয়েছে, জানুয়ারির গোড়ার দিকেই হুবেই প্রদেশের উহান সংলগ্ন এলাকায় করোনার দাপট শুরু হয় কিন্তু স্থানীয় সরকার সেটি নিয়ে বেজিং কে সম্পূর্ণরূপে অন্ধকারে রাখে। এবং তারপর সেটি আস্তে আস্তে মারাত্মক রূপ নেয়। উহান থেকে প্রচুর পরিমাণে শ্রমিক ইটালির বহুজাতিক বস্ত্র শিল্পের কারখানায় কাজ করতে যেতেন, বিশেষজ্ঞরা মনে করছেন উহান থেকে করোনা ঠিক এই পথেই ইটালিতে পৌঁছেছিল এবং যেহেতু ইতালি পর্যটকদের স্বর্গরাজ্য তাই সেখান থেকেই আসতে আসতে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে করোনা।

গোটা বিশ্বে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত ২ কোটিরও বেশি, মৃতের সংখ্যা প্রায় ৮ লক্ষ। এখনো পর্যন্ত মোট ৩০ টি ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলছে। মার্কিন বহুজাতিক সংস্থা জনসন এন্ড জনসন এর প্রতিষেধক পরীক্ষা করার জন্য ব্রাজিলের স্বাস্থ্য সংস্থা সবুজ সঙ্কেত দিয়েছে এবং খুব শীঘ্রই ব্রাজিলের ৭০০০ স্বেচ্ছাসেবকের উপর এটির পরীক্ষা শুরু হবে। দক্ষিণ কোরিয়া এবং লেবাননের মতন বেশ কয়েকটি দেশে করোনা আবার নতুন করে আঘাত হেনেছে। গত ২৪ ঘন্টায় দক্ষিণ কোরিয়া আক্রান্ত হয়েছেন প্রায় ৩০০ জন। পরিস্থিতি হাতের বাইরে যাতে না চলে যায় সেজন্য সেই দেশে আবার নতুন করে নিষিদ্ধ করা হয়েছে জমায়েত এবং বন্ধ করা হয়েছে রেস্তোরাঁ, জাদুঘর, সিনেমা হল এবং শপিং মল। লেবাননেও ঘোষণা করা হয়েছে কারফিউ।

Leave a Comment