করোনা পজেটিভ রাজ্যের পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়

করোনা পজেটিভ রাজ্যের পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়

নিজস্ব প্রতিবেদন, এবার রাজ্যের পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়-এর করোনা রিপোর্ট পজেটিভ এল। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ তিনি তাঁর রিপোর্ট পজিটিভ জানতে পারেন।রাতেই তিনি ভর্তি হন মেডিক্যাল কলেজে।জানা গিয়েছে, মন্ত্রীর শরীরে আপাতত করোনার কোনও লক্ষণ নেই।তাঁর স্ত্রী এবং মেয়ে হোম আইসোলেশনে রয়েছেন। তাঁদেরও দু’-একদিনের মধ্যে কোভিড টেস্ট হবে।সূত্রের খবর, এদিন রাত ১০টা নাগাদ রাজ্যের স্বাস্থ্যসচিব তাঁকে ফোন করছিলেন। তাঁর ফোনেই প্রথম করোনায় আক্রান্ত হওয়ার খবর জানতে পারেন বরানগরের বিধায়ক, মন্ত্রী তাপস রায়।

চিকিৎসকদের পরামর্শ মতো এক ঘণ্টার মধ্যে মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে ভর্তি হয়ে যান রাজ্যের মন্ত্রী। এদিকে, রাজ্যের আরও এক বিধায়ক গুরুপদ মেটে বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। করোনা মহামারির মোকাবিলায় সামনের সারিতে থেকে কাজ করছিলেন গুরুপদবাবু। দিন কয়েক আগে আচমকা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। দলীয় সূত্রে খবর, এর পরই তাঁর নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট কোভিড পজিটিভ আসে।করোনা ধরা পড়ার পর হাওড়ার সঞ্জীবনী হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন সঞ্জীবনীতেই মৃত্যু হয় ইন্দাসের বিধায়কের। বয়স হয়েছিল ৫২ বছর।

লকডাউন পরবর্তী সময়ে জনপ্রতিনিধিরা মাঠে-ময়দানে নেমে কাজ করছেন। মানুষের অভাব-অভিযোগ শুনছেন। সেই সূত্রে অনেকে করোনায় আক্রান্তও হচ্ছেন। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও করোনা আক্রান্ত হয়েছিলেন গত মাসে। তারও আগে রাজ্যের মন্ত্রী সুজিত বসুও করোনায় আক্রান্ত হন। তবে করোনাকে জয় করে দুই জনেই সুস্থ হয়ে উঠেছেন।

Leave a Comment