সুস্থ হয়ে চিকিৎসকদের নিজের ফলানো ফসলের চাল পাঠালেন করোনা রোগী
নিজস্ব প্রতিবেদন, অতিমারী করোনার জেরে গোটা দেশ জর্জরিত। চিকিৎসক ও স্বাস্থকর্মীরা দিন-রাত পরিশ্রম করে চলেছে। নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে আমাদের সুরক্ষা দিচ্ছে। বহু মানুষের কাছে আজ এনারাই হয়ে উঠেছে ভগবান। এরূপ এক বৃদ্ধ করোনা আক্রান্ত হন। করোনা থেকে সুস্থ হওয়ার পরও বাড়ি গিয়ে চিকিৎসকদের কথা তিনি ভোলেননি। তাঁকে এই করোনা থেকে বাঁচিয়ে তোলার জন্য তিনি চিকিৎসকদের জন্য এক প্যাকেট চাল পাঠান। তাঁর ক্ষেতে তিনি নিজের হাতে সেই ফসল ফলিয়েছিলেন।
সম্প্রতি সেই পোস্ট পাওয়া গেল টুইটার থেকে। একটি ছবি পোস্ট করা হয়, যা ঊর্বী শুক্লা নামে এক চিকিৎসক করেছেন। ছবির সঙ্গে তিনি লেখেন, ” এক বৃদ্ধ ১৫ দিন আইসিইউ-তে থাকার পর করোনা থেকে সেরে উঠেছেন। ১২ দিন ভেন্টিলেটরে ছিলেন তিনি। সুস্থ হয়ে বাড়ি যাওয়ার পর আমাদের টিমকে ধন্যবাদ জানাতে চেয়েছিলেন, তাই পাঠিয়েছেন নিজের জমিতে ফলানো ফসল।”