করোনা বর্জ্যের নতুন সমস্যা

প্লাস্টিক গোটা পৃথিবীর কাছে এক ভয়ানক সমস্যা, বিশেষ করে যে সমস্ত প্লাস্টিক রিসাইকেল করা যায় না তাতে সমস্যা আরো বেশি। এমনকি সমুদ্রগর্ভ থেকেও প্লাস্টিক ব্যাগ উদ্ধার করা হয়েছে, প্লাস্টিক বর্জ্যের এর ক্ষেত্রে অনেক আইন লাগু করা হলেও এখনো তা বহাল তবিয়তে আছে। বিশ্বে শুধুমাত্র প্লাস্টিকের কারণে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ, গৃহ পালিত পশু মারা যায় সেই সাথে প্লাস্টিক থেকে তৈরি হওয়া বর্জ্য পদার্থ সমুদ্রের তলদেশের কোরাল রিফকেও নষ্ট করছে। তবে করোনার সাথে এই তালিকায় যুক্ত হয়েছে মাস্ক এবং পিপিই কিট।

মাস্ক এবং পিপিই কীটের বেশ কিছু সরঞ্জাম প্লাস্টিক জাতীয় পদার্থ থেকে তৈরি হয় ফলে যত্রতত্র ব্যবহারের পর এগুলো ফেলে দিলেও তা মাটিতে মিলিয়ে যায় না, একই স্থানে বছরের পর বছর থেকে পরিবেশ দূষিত করতে থাকে।

সম্প্রতি ইংল্যান্ডে নিক নামের এক বছর ৫২র ব্যাক্তি ওয়েস্টিন সুপার মারে টাউন এলাকায় সাইকেল করে ঘুরছিলেন, তিনি হঠাৎ খেয়াল করেন এক সিগাল পাখির মুখে একটি মাস্ক, এবং গোটা এলাকা জুড়ে এরকম অনেক বর্জ্য মাস্ক যেখানে-সেখানে ছড়িয়ে আছে। তিনি সঙ্গে সঙ্গে পাখিটির একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন ” ছবিটি যথেষ্ট হতাশাজনক”।

ইংল্যান্ডের এই অঞ্চলটি জনবহুল এবং এই অঞ্চলে পর্যটকদের ভিড় লেগেই থাকে, যেখানে সেখানে মাস্ক ফেলা কিংবা পিপিই কিট ফেলার থেকেও যেমন ছড়াতে পারে করোনা ঠিক তেমনই এই বর্জ্য পদার্থ থেকে দিনের-পর-দিন দূষিত হতে পারে পরিবেশ। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা সম্প্রতি তার টুইটার হ্যান্ডেল এই ছবিটি শেয়ার করে বলেন “এই সমস্ত বর্জ্য পদার্থের ভবিষ্যৎ কোথায় তা আমাদেরই ভেবে বার করতে হবে”।

Leave a Comment