জল্পনা চলছিল করোনার সৃষ্টি নিয়ে, পাড়ার দোকান থেকে খোদ মার্কিন মুলুকের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সকলেই আঙ্গুল তুলছিলো চীনের দিকে। এহেন বিতর্কিত পরিস্থিতিতে আমেরিকার গোয়েন্দা বিভাগ জানিয়ে দেয় কভিড – ১৯ মানুষের দ্বারা সৃষ্ট নয় এটি প্রাকৃতিক এবং এই মন্তব্য কে সমর্থন করে ডব্লুএইচও (হু)।
করোনা ভাইরাস – প্রতিকি ছবি
হু এর স্বাস্থ্য সংক্রান্ত আপৎকালীন কর্মসূচির এগজিকিউটিভ ডিরেক্টর মাইকেল রায়ানের দাবি অনুযায়ী করোনা প্রাকৃতিক ভাবেই সৃষ্ট। তাঁর মতে বহু বিজ্ঞানী ভাইরাসটির জীনের গঠন খুঁটিয়ে দেখেছেন এবং এটি যে প্রাকৃতিক সে বিষয়ে আস্বস্ত করেছেন, প্রসঙ্গত ভাইরাসের উৎপত্তি জানলে সেটি দমন করা সহজ হয়, এবং হু প্রথম থেকেই বলে আসছে যে করোনা কোনো ল্যাবে সৃষ্ট ভাইরাস নয়, এটি সম্পূর্ণ প্রাকৃতিক।