বিশ্বে করোনার দাপট অব্যাহত, চার লক্ষ ছাড়ালো মৃতের সংখ্যা

গোটা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা বিগত সাত দিন ধরে প্রতিদিনই এক লক্ষ ছাড়াচ্ছে। মোট সংক্রমিতের সংখ্যা ছাড়িয়েছে ৭০ লক্ষ, আর সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লক্ষ। সংক্রমিত এবং মৃত্যু এই দুয়ের নিরিখেই শীর্ষে রয়েছে মার্কিন মুলুক। বর্ণবৈষম্যের ঘেরাটোপে জর্জ ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে সেখানে উত্তেজনা তুঙ্গে, দূরত্ব বিধি শিকেয় তুলে প্রতিবাদে শামিল নাগরিকেরা, এবং বিশেষজ্ঞদের মতে এহেন পরিস্থিতিতে মার্কিন মুলুকে সংক্রমণের হার আরও বাড়তে পারে।

মার্কিন প্রেসিডেন্ট প্রথম দিন থেকেই চীনকে দায়ী করে আসছে করোনার সংক্রমনের তথ্য গোপন করার জন্য, যদিও ডোনাল্ড ট্রাম্পের এই উক্তি মানতে নারাজ চীনা সরকার, তাদের দাবি সময় নষ্ট করাতো হয়ইনি বরং ৪ জানুয়ারির মধ্যে সমস্ত ভাইরাস সংক্রান্ত তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা কে জানানো হয়েছিল।

বিশ্বে করোনা

মৃত
৪,০৩,৭৫৫

আক্রান্ত
৭০,৫৫,৬১৯

সুস্থ
৩৪,৪৬,৮৮২

এদিকে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলের অবস্থা সংকটজনক, একটি সমীক্ষায় জানানো হয়েছে কুড়ি জুনের মধ্যে ব্রাজিলের সংক্রমণ ১০ লক্ষ পেড়িয়ে যাবে। এবং মৃতের সংখ্যা ছাড়াবে ৫০ হাজার। সংক্রমিত সংখ্যা বাড়ার কারণে সরকারি ওয়েবসাইট থেকে পরিসংখ্যান ছড়িয়েছে ব্রাজিলের সরকার।

এদিকে লকডাউন সরানোর পর ব্রিটেনে মৃতের সংখ্যা আজকেই সব থেকে কম যদিও এই নিয়ে আত্মতুষ্টিতে মগ্ন হতে নারাজ প্রশাসনের।

Leave a Comment