বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১০ লক্ষ পেরোলো। সম্প্রতি করোনায় মৃতের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুটেরোস, তিনি বলেন “এই সংখ্যাটা প্রচন্ড পরিমানে উদ্বেগজনক, বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবার যথেষ্ট উন্নতি হয়েছে কিন্তু তার পরেও করোনায় মৃতের সংখ্যায় রাশ টানা যাচ্ছে না, এই পরিস্থিতিতে আমাদের একে-অন্যের খেয়াল রাখতে হবে না হলে আরো উদ্বেগজনক হয়ে উঠবে সামাজিক অবস্থা”। তিনি আরো জানান যে ” এখনো অব্দি সংক্রমণের হারের কোনো শেষ দেখা যাচ্ছে না, কবে এই কোভিড অতিমারি থেকে গোটা বিশ্ব মুক্তি পাবে সেটাও বোঝা যাচ্ছে, অর্থনীতি এবং শিক্ষা ক্ষেত্রের দিক থেকে পিছিয়ে পড়েছে প্রতিটি দেশ। তবে বিজ্ঞানের উপর ভরসা রাখতে হবে, আর আমাদের কোন ভুল তথ্য ছড়ালে চলবে না”।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা প্রকাশ করেছিল যে তৃতীয় বিশ্বের গরিব দেশগুলিতে উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামোর অভাবের জন্য সঠিকভাবে করোনা পরীক্ষা হচ্ছে না, যেটুকু হচ্ছে সেটুকুও পর্যাপ্ত পরিমাণে নয়। এবং সেখানে মৃতের সংখ্যাও সঠিকভাবে নথিভূক্ত হচ্ছে না তাই আপাত দৃষ্টিতে করোনায় মৃতের সংখ্যা ১০ লক্ষ হলেও এর সঠিক সংখ্যা আরো বেশি। তাই সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তৃতীয় বিশ্বের এই গরিব দেশগুলোর সুবিধার জন্য বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, এবট এবং এসডি বায়োসেন্সর -এর সাথে একটি চুক্তিতে রাজি হয়েছে, এই চুক্তি অনুযায়ী এই সংস্থাগুলি ১৩৩ টি দেশে ছয় মাসের বেশি সময় ধরে প্রায় ১২ কোটি করোনার রেপিড টেস্ট করতে পারবে। এই রেপিড টেস্টের ফলাফল হাতে আসতে সময় লাগে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট।