দেশে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২৬৪৪, মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৪০ হাজার

দফায় দফায় লকডাউন, এরপরও করোনা আক্রান্তের সংখ্যা দেশে বেড়ে চলেছে। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা আড়াই হাজারেরও বেশি। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৪০ হাজার। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮৩ জনের। এদিন সকাল অব্দি দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩০১ এ পৌঁছায়। মৃতের সংখ্যার হিসেবে মহারাষ্ট্রে ৫০১ জন, গুজরাটে ২৬২ জন, মধ্যপ্রদেশে করণায় প্রাণ হারিয়েছেন ১৫১ জন যেখানে রাজস্থানে এই সংখ্যাটা ৩৫ এবং দিল্লিতে ৬৪।

আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বিচার করলেও দেশের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র – এ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ২৯৬ জন, এরপর গুজরাত সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৪ জন, মধ্যপ্রদেশে এই সংখ্যাটা ২৮৪৬ রাজস্থানে ২৭৭০ ,তামিলনাড়ুতে ২৭৫৭ উ‌ত্তরপ্রদেশে ২৪৮৭ এবং অন্ধ্রপ্রদেশে এই সংখ্যাটা ১৫২৫।

কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রকের হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৯২২ এবং রাজ্যের মৃত্যুর সংখ্যা ৩৩। শনিবার নতুন করে রাজ্যে ৭০ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে তবে রাজ্যের পক্ষ থেকে শুক্রবার এবং শনিবারের করোনা বুলেটিনে মোট অ্যাক্টিভ করোনা পজিটিভ পেশেন্টের সংখ্যা উল্লেখ করা হয়নি তবে বুলেটিন অনুযায়ী দুই দিনে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ জন।

হঠাৎ করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দাবি করেন যেহেতু টেস্টের সংখ্যা বাড়ানো হয়েছে তাই আক্রান্তের সংখ্যা বাড়ছে, এবং আশঙ্কা করেন যেহেতু পরিযায়ী শ্রমিক ,পর্যটক আর ছাত্র বিভিন্ন রাজ্যে ফিরতে শুরু করেছে তাই রাজ্যগুলোতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে।

Leave a Comment