করোনা আক্রান্ত রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়

করোনা আক্রান্ত রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়

নিজস্ব প্রতিবেদন, অতিমারী করোনার শিকার হয়েছে বহু কলকাতা পুলিশ। গত সাত মাসে এর প্রকোপে আক্রান্ত প্রায় ৩ হাজার কলকাতা পুলিশকর্মী। মৃত্যু হয়েছে ১১ জন কলকাতা পুলিশের। এবার আক্রান্ত হলেন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকর্তা (ডিরেক্টর সিকিউরিটিজ) বিবেক সহায়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের ভিভিআইপি-দের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তিনি। জানা গিয়েছে, তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

সূত্রের খবর, বুধবার পর্যন্ত নবান্নে নিজের কাজ সামলেছেন বিবেক সহায়। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসায় স্বাভাবিক ভাবেই কিছুটা উদ্বেগ ছড়িয়েছে নবান্নে। ৯ সেপ্টেম্বর থেকে রাজ্য পুলিশের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব সামলাচ্ছেন বিবেক। তার পর থেকে বিভিন্ন অনুষ্ঠান এবং জেলা সফরের সময়েও মুখ্যমন্ত্রীর নিরাপত্তার সব দায়িত্ব থাকে এই আইপিএস অফিসারের কাঁধেই। সম্প্রতি নজরুল মঞ্চের অনুষ্ঠানেও নিরাপত্তা সামলেছেন তিনি।

জানা গিয়েছে, মঙ্গলবার পর্যন্ত তাঁর শরীরে কোনও অসুস্থতা বা কোভিডের কোনও উপসর্গ দেখা যায়নি। তবে প্রতিবারের মতো রুটিন পরীক্ষার সময় বুধবার চিকিৎসকদের সন্দেহ হলে তাঁর আরটিপিসিআর টেস্ট করানো হয়।সেই রিপোর্ট পজিটিভ আসার পরেই ওই পুলিশকর্তা তাঁর পরিবারের সংক্রমণ রুখতে হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার বিকেলে ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

তবে নবান্নের কোভিড মনিটরিং সেলের এক কর্তার কথায়, ‘‘বিবেক একাধিক অনুষ্ঠানে হাজির থাকলেও ভিভিআইপি-দের থেকে অনেকটাই দূরে ছিলেন।” তবে তার পরেও পরিস্থিতির ওপর নজর রাখছে নবান্ন।বিবেকের আগে কলকাতা এবং রাজ্য পুলিশে কর্মরত একাধিক আইপিএস কোভিড আক্রান্ত হয়েছেন। কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা থেকে শুরু করে গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা, যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিনহা বিশ্বাসও করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন রাজ্য পুলিশেরও একাধিক কর্তা। তবে হাসপাতাল সূত্রে খবর, বিবেকের শারীরিক অবস্থা স্থিতিশীল।

এর আগে ১০ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। মৃদু উপসর্গ থাকায় তিনি হোম আইসোলেশনে ছিলেন। কমিশনারের সংস্পর্শে আসা অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। যদিও, কিছু দিন পরেই করোনা মুক্ত হয়ে ফের কাজে যোগ দেন অনুজ শর্মা। তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়নি। কিন্তু বিবেক সহায় হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বেগ কিছুটা বেড়েছে।

Leave a Comment