করোনা আক্রান্ত কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী, অবস্থা সংকটজনক

করোনা আক্রান্ত কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী, অবস্থা সংকটজনক

নিজস্ব প্রতিবেদন, এবার করোনা আক্রান্ত দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। দিনসাতেক আগে তাঁকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, শরীরে অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কমেছে।শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এখন আইসিইউ-তে রাখা হয়েছে। এই অবস্থায় সারাক্ষণ তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে বলে হাসপাতালে সূত্রে খবর।

সোমবার সকালে ট্যুইট করে যুব কংগ্রেসের সহ সভাপতি রোহন মিত্র জানায়, ডালু বাবুকে আপাতত রাখা হয়েছে আইসিইউতে। কলকাতায় রয়েছেন ডালু বাবুর পরিবার। ডালু বাবু করোনায় আক্রান্ত। তাঁর স্বাস্থ্যের খোঁজ খবর রাখা হচ্ছে। আরোগ্য কামনা মালদহ জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলমের।

দিনসাতেক আগে করোনা সংক্রমণ নিয়ে কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি হন ৭৯ বছর বয়সী ওই সাংসদ। প্রথম থেকেই তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা। ইদানিং তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরে অক্সিজেনের মাত্র অনেকটাই কমেছে। এ বয়সে যা করোনা আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে বিপজ্জনক।

Leave a Comment