এবছরের অক্টোবরে কমবে রান্নার গ্যাসের দাম, স্বস্তি ফিরবে মধ্যবিত্তদের
নিজস্ব প্রতিবেদন, সামনেই ভারতে উৎসবের মরশুম। ২০২০ সালের গোটা বছর কাটছে প্রবল সংকটে। করোনার দানবীয় থাবা শুধু স্বাস্থ্যে নয় , আর্থিক দিক থেকেও প্রকাণ্ড সমস্যা তৈরি করেছে। যেখানে ক্রমাগত কর্মী ছাঁটাই , আর্থিক অনটনের খবর আসছে সেখানে উত্তোরোত্তর বাজারে জিনিসের দামও সংকটে ফেলছে মধ্যবিত্তকে। এমন পরিস্থিতিতে এল স্বস্তির বার্তা।
কমতে পারে সিএনজি ও পাইপের গ্যাসের দাম। উৎসবের মরশুমে এ বছরই এই দামের কমতির সম্ভবনা রয়েছে। ২০ শতাংশ দাম কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ থার্মাল ইউনিটের হিসাবে ২ মিলিয়ন মার্কিন ডলারের কম পড়তে পারে দাম।
বিশ্ব তথা দেশজুজডে মড়ক। দিকে দিকে বেকারত্ব বাড়ছে। এমন পরিস্থিতিতে রান্নার গ্যাস সিলিন্ডারের চাহিদা প্রবল ভাবে পড়ছে বলে সূত্রের দাবি। যার জেরে দেশের অভ্যন্তের গ্যাসের দাম কমতে শুরু করবে বলে খবর। গত কয়েকমাসে গ্যাসের দাম বিশ্বের বহু জায়গায় ৫০ শতাংশ কমতে দেখা গিয়েছে । আর এই ধারাই বজায় থাকবে বলে খবর।
মন্ত্রক জানিয়েছে, বর্তমানে কলকাতায় ভরতুকিযুক্ত সিলিন্ডার প্রতি এলপিজির দাম ৪৯৪.২৩ টাকা, মুম্বইয়ে ৪৮৮.৯৪ টাকা, দিল্লিতে ৪৯১.২১ টাকা এবং চেন্নাইয়ে ৪৭৯.৪২ টাকা। এই তিনটি শহরে ভরতুকি বিহীন এলপিজির দাম যথাক্রমে ৬৭৪ টাকা, ৬২৩ টাকা, ৬৫০.৫০ টাকা এবং ৬৬৩ টাকা।
অক্টোবর মাস নাগাদ ২০ শতাংশ দাম কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। দেশে গ্যাসের দামের পর্যালোচনা দু’বার হয়। একবার ১ এপ্রিল , আরেকবার ১ অক্টোবর। বর্তমানে এই নির্ধারিত দরেই গ্রাহকরা এলপিজি সিলিন্ডার পাচ্ছেন বলে দাবি করেছে মন্ত্রক।