সংক্রমণ রুখতে ‘সিটি ভ্যালু’ অনুযায়ী করোনা রোগীদের শ্রেণি বিভক্ত করার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

সংক্রমণ রুখতে ‘সিটি ভ্যালু’ অনুযায়ী করোনা রোগীদের শ্রেণি বিভক্ত করার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন, এবার করোনা রোগীদের সিটি ভ্যালু নিয়ে শ্রেণি বিভাগ করার নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই সিটি ভ্যালু থেকে বোঝা যায় কাদের থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে কম সিটি ভ্যালু রোগীদের ট্র‌্যাক করা হচ্ছে। কারণ এই কম সিটি ভ্যালুর রোগীদের সংক্রমণ ছড়িয়ে দেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি। উল্লেখ্য, সিটি ভ্যালু পুরো নাম হল – সাইকেল থ্রেসহোল্ড ভ্যালু।

সামনে পুজো, শপিং শুরু।ভিড় এলাকায় করোনা সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা। তাই সংক্রমণ রুখতে করোনা রোগীদের ট্র‌্যাক রাখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে ও প্রতিরোধ করা যায়।এক্ষেত্রে করোনা রোগীদের পরীক্ষার রিপোর্ট থেকে এই ট্র‌্যাক করা হচ্ছে।যেখানে ‘‌সিটি’‌ ভ্যালু বলে একটি বিষয় থাকে, সেদিকেই লক্ষ রাখছে সরকার।

জানা গিয়েছে, ৬টি জেলাকে বিশেষভাবে করোনা সুরক্ষা নেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে রয়েছে, জঙ্গলমহল সহ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান রয়েছে।এখানে লোধা আর সবর আদিবাসীরা অপুষ্টিতে ভোগে।জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের পুষ্টির বিষয়ে খেয়াল রাখতে।পাশাপাশি ঝাড়খণ্ড,ওড়িশা সীমান্তের দিকেও খেয়াল রাখতে বলা হয়েছে। সাথে রাজ্য সরকার লিফলেট ছাপিয়ে করোনা সচেতনার জন্য নির্দেশিকা দেওয়ার একটি পরিকল্পনাও করেছে।

Leave a Comment