৩১ আগষ্ট পর্যন্ত সপ্তাহে দুদিন করে পূর্ন লকডাউন, সপ্তাহে শনিবার ও রবিবার লকডাউনের ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদন, রাজ্যে দু’দিন করে চলছিল পূর্ণ লকডাউন। এবার সেই লকডাউনের মেয়াদ বাড়ানো হল ৩১ শে আগস্ট পর্যন্ত। সাথে স্কুল ও কলেজ বন্ধ থাকবে আগস্ট পর্যন্ত, ঘোষণা করল মুখ্যমন্ত্রী।সপ্তাহে দু’দিন করে লকডাউন পালন করা হবে। তার মধ্যে রবিবার কম্পালসারি দিন। তবে চলতি সপ্তাহে শুধু বুধবারই লকডাউন পালন করা হবে। এ সপ্তাহে শনিবার লকডাউন হবে না, কারন শনিবার ঈদ। এদিন বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানান মুখ্যমন্ত্রী।
আগামী সপ্তাহেও রবিবার ও বুধবার পূর্ণ লকডাউন পালন করা হবে। শনিবার রাখি পূর্ণিমার কারণে। তবে তারপর থেকে পুরো আগষ্ট মাস জুড়ে শনিবার ও রবিবার লকডাউন পালন করা হবে। রাজ্যে সংক্রমণের চেন ভাঙতেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তাই আগামী মাস রবিবারগুলো লকডাউন পালন করা হবে রাজ্যজুড়ে।
আগষ্ট মাসের প্রথম সপ্তাহে ২ আগষ্ট ও ৫ আগষ্ট, দ্বিতীয় সপ্তাহের ৮ আগষ্ট ও ৯ আগষ্ট, তৃতীয় সপ্তাহে ১৬ আগষ্ট ও ১৭ আগষ্ট, চতুর্থ সপ্তাহে ২২ আগষ্ট ও ২৩ আগষ্ট ও শেষ ২৯ আগষ্ট ও ৩০ আগষ্ট এই দিন গুলোতে রাজ্যে পূর্ণ লাকডাউন পালন করা হবে।
প্রসঙ্গত চলতি সপ্তাহে বুধবার পালিত হবে রাজ্যজুড়ে পূর্ণ লকডাউন। শনিবার ঈদ হওয়ায় ওই দিন লকডাউন পালন করা হবে না। সেই মতো তারপরের সপ্তাহে রবিবার লকডাইন পালন করা হবে। কিন্তু শনিবার রাখি পূর্ণিমা পরায় ওই দিনের পরিবর্তে বুধবার পূর্ণ লকডাউন পালন করা হবে। গত সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্যেজুড়ে কড়া লকডাউন পালন করা হয়েছিল। কিন্তু তাতেও রাজ্যে করোনা সংক্রমণে বাঁধ দেওয়া যায়নি। প্রতিদিনই গড়ে ২০০০-২২০০ জন আক্রান্ত হচ্ছেন মারণ ভাইরাসে।