রাজ্যে আবহাওয়ার পরিবর্তন, আগামীকাল থেকে বৃষ্টি কমবে, জানাল আবহাওয়া দফতর

রাজ্যে আবহাওয়ার পরিবর্তন, আগামীকাল থেকে বৃষ্টি কমবে, জানাল আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিবেদন, আগামীকাল থেকে বৃষ্টি অনেকটাই কমতে পারে। বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশই সরছে পশ্চিমে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে চলতি সপ্তাহের শেষে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল থেকেই মেঘলা আকাশ। কলকাতা-সহ দক্ষিণের বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া,ঝাড়গ্রামে, পশ্চিম বর্ধমান, মেদিনীপুরেও বৃষ্টি হতে পারে। কালিম্পং,জলপাইগুড়ি,মালদহে বৃষ্টি হচ্ছে।দার্জিলিং-সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সূত্রের খবর, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। শক্তি সঞ্চয় করে এখন সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। নিম্নচাপ এখন বাংলাদেশ উপকূল থেকে সরে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে অবস্থান করেছে। একইসঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত।

কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দিনভর।পশ্চিমের জেলাগুলির পাশাপাশি উপকূলের জেলাগুলিতে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Comment