জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিত ডোভালের সাথে চীনের ভিডিও কনফারেন্সে ঠিককরা হয়েছিলো যে দু কিলোমিটার পর্যন্ত থাকবে বাফার জোন, যেখানে কোন দেশের সেনা থাকবে না। ঠিক সেই মতো সেনাবাহিনী নিজের সেনা অপসারণের কাজ শুরু করল হট স্প্রিং এবং গলওয়ান এলাকা থেকে। গলওয়ান উপত্যকায় ধাপে ধাপে সরছে চিন সেনা। সেনা সূত্রের খবরে স্পষ্ট করা হয়েছে যে আগামীকালের মধ্যে দুপক্ষেরই সেনা অপসারণের কাজ শেষ হবে। তবে প্যাংগং লেক এলাকায় ফিঙ্গার পয়েন্টগুলো নিয়ে জট এখনো কাটেনি।
মঙ্গলবার সম্পূর্ণ হয়েছিল গালওয়ান উপত্যকারই ১৪ নম্বর পেট্রলিং পয়েন্ট এলাকায় সেনা অপসারণের কাজ। এখানেই ১৫ জুন রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন ভারতের কুড়িজন জওয়ান। তারপর আজ বুধবার হট স্প্রিং এলাকায় পেট্রোল পয়েন্ট ১৫ থেকে পারস্পরিক সেনা অপসারণের কাজ সম্পন্ন হয়েছে। অপসারণ প্রক্রিয়া অনুযায়ী এই এলাকাগুলো থেকে দুই কিলোমিটার দূর অব্দি পিছিয়ে গেছে দু পক্ষের সেনা। আগামীকাল সেনা অপসারণের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হলে এলাকায় স্থিতাবস্থা ফিরবে বলে মনে করা হচ্ছে।
গত রবিবার চীনের বিদেশ মন্ত্রী ওয়াঙ লি -এর সাথে দীর্ঘ বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং তার পরই সেনা অপসারণের কাজ শুরু হয়। তবে প্যাংগং এলাকা এখনো চিন সেনার দখলে। প্যাংগং এ মোট এক থেকে আট পর্যন্ত ফিংগার পয়েন্ট রয়েছে যার সমস্তই ভারত নিজের অধীনে বলে দাবি করে। এদিকে চীনের দাবি অনুযায়ী ফিঙ্গার চার থেকে ফিঙ্গার আট তাদের। তবে সেনা সূত্রের খবর অনুযায়ী এই এলাকা থেকেও চিন সেনা নিজেদের সৈন্য কিছুটা হলেও কমিয়েছে।