বাড়তি সেনা এবং ভারী অস্ত্র মোতায়ন করছে চীন

লাদাখের কয়েকটি এলাকায় ঐক্যমতের ভিত্তিতে ভারত ও চীন সেনা পিছু হটেছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছিল কিন্তু সংবাদ সংস্থা এএনআই কে উদ্ধৃত করে অনেক সংবাদ মাধ্যম জানিয়েছে যে চিন নাকি নিয়ন্ত্রণ রেখা বরাবর বাড়তি সেনা ও প্রচুর পরিমাণে ভারী অস্ত্র মোতায়েন করেছে।

ওই খবর অনুযায়ী হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম ও আরুনাচলপ্রদেশে নিয়ন্ত্রণ রেখার কাছে বাড়তি সেনা ও ভারী অস্ত্র মোতায়েন করেছে চীন। লাদাখে দূরপাল্লার কামানো ট্যাংকের সাথে আনা হয়েছে ১০ হাজার চীন সেনা। ভারত আগে ঐ সমস্ত ভারী অস্ত্র সরানোর দাবি তুলেছে, ভারতীয় সেনার মতে উত্তেজনা কমানোর জন্য নিয়ন্ত্রণরেখা থেকে ভারী অস্ত্র সরানোর পদক্ষেপ প্রয়োজন।

এদিকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে উত্তরাখণ্ডের উপত্যকায় গুরুত্বপূর্ণ মুন্সিয়ারি-বুগডিযার -মিলাম সড়ক তৈরীর কাজ দ্রুত শেষ করার জন্য হেলিকপ্টারে ভারী সরঞ্জাম পাঠিয়েছে ভারত, এই সড়ক পথ তৈরি হলে উত্তরাখণ্ডে ফরোয়ার্ড বেস-এ থাকা ভারতীয় পোস্ট গুলোর সাথে যোগাযোগে অনেক সুবিধা হবে।

এদিকে কূটনৈতিক ও সামরিক আলোচনার মাধ্যমে সীমান্তে চীনের সাথে উত্তেজনা কমানোর চেষ্টা চললেও চীনা সেনা ভারতের জমি দখল করে আছে কিনা সেই বিষয়ে স্পষ্ট কোনো অভিমত প্রকাশ করেনি সরকার এবং বিরোধীদের ধারণায় সরকার স্পষ্টভাবে নিজের অভিমত ব্যক্ত করছে না, বিরোধীদের মতে প্রধানমন্ত্রী নিজে মুখ খুলছেন না, এবং সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর থেকে বিভ্রান্তি ছড়াচ্ছে।

Leave a Comment