করোনা পরবর্তী বিশ্বে সর্ববৃহৎ হবে চীনের অর্থনীতি

আন্তর্জাতিক অর্থভাণ্ডার ওরফে আইএমএফের করা একটি সমীক্ষায় দেখা যাচ্ছে যে চীনা অর্থনীতি ক্রমশই আমেরিকাকে পিছিয়ে ফেলার সামর্থ্য কুলাচ্ছে। সমীক্ষা অনুযায়ী কোভিড পরবর্তী বিশ্বে চীনের অর্থনীতি আমেরিকাকে ছাপিয়ে যাবে। আগামী বছর গোটা বিশ্বের সামগ্রিক অর্থ বৃদ্ধির নিরিখে চীনের অবদান থাকবে প্রায় ২৭% যা কিনা পরের পাঁচ বছরে বেড়ে দাঁড়াবে প্রায় ২৮%।

ওই সমীক্ষাটি এও দাবী করেছে যে আমেরিকার জিডিপি এর তুলনায় চীনের জিডিপি প্রায় ১৬ থেকে ১৭ গুণ বেশি বাড়বে। আগামী বছর গড় আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে বিশ্বের প্রথম পাঁচটি দেশের মধ্যে জায়গা পেতে চলেছে ভারতও।

করোনা পরিস্থিতির জন্য চলতি বছর গোটা বিশ্বের সামগ্রিকভাবে জিডিপি হ্রাস পেয়েছে ৪.৪% তবে এই অর্থনৈতিক মন্দা কাটিয়ে আগামী বছর গোটা বিশ্বই ঘুরে দাঁড়াতে চলেছে। আইএমএফ এর সমীক্ষা অনুযায়ী পরের বছর গোটা বিশ্বের সামগ্রিক জিডিপি বাড়তে পারে প্রায় ৫.২শতাংশ। পরের বছর চীনের জিডিপি বেড়ে ৮.২% হতে পারে, সে সাথে আমেরিকার জিডিপি বাড়তে পারে ৩.১%।

Leave a Comment