পাক অধিকৃত কাশ্মীরে তৈরি হচ্ছে ক্ষেপণাস্ত্র কেন্দ্র

লাদাখ নিয়ে অনেক কায়দা করার চেষ্টা করেছে চীন কিন্তু তারপরও ভারতকে বাগে আনতে পারেনি। আন্তর্জাতিক ক্ষেত্রেও চীনের উপর অনেক বেশি চাপ সৃষ্টি হয়েছে। আমেরিকা, অস্ট্রেলিয়া, ইসরাইল, জাপান, ইংল্যান্ড ইত্যাদি শক্তিধর দেশও ভারতের পক্ষে কথা বলেছ। বরাবরই চীনের আগ্রাসন নীতি-নিয়ে সরব থেকেছে হোয়াইট হাউস।

এবার ভারতকে বাগে আনার জন্য পাক অধিকৃত কাশ্মীরে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করার জন্য পাকিস্তানকে সাহায্য করছে চীন। ভারতের গোয়েন্দা দপ্তর রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং সম্প্রতি একটি রিপোর্ট পেশ করেছে যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে এর নির্মাণকাজ শুরু করা হয়েছে, অধিকৃত কাশ্মীরের লাসাদানা ধক এলাকায় কিছু স্যাম(সারফেস টু এয়ার) সিস্টেম তৈরি করার কাজ চলছে।

গোয়েন্দা দপ্তর আরো জানিয়েছে যে নির্মাণ সালে প্রায় ১৩০ জন পাকসেনা মজুত রয়েছে, এবং প্রায় ৪০ জন অসামরিক কর্মী তাদের সাহায্য করছে। এই উৎক্ষেপণ স্থলের কন্ট্রোলরুম তৈরীর কাজ চলছে পাকিস্তানের বাগ জেলার অন্তর্গত একটি সেনা ছাউনির সদর দপ্তরে।

গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী ঝিলাম জেলার চিনারি এবং হাতিআন বালা জেলার চকোটিতেও ক্ষেপণাস্ত্র কেন্দ্র বানানো হচ্ছে। লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা এখনো তুঙ্গে, এর মধ্যে ভারতের উপর চাপ সৃষ্টি করার জন্য চীন যে পাকিস্তানের সাহায্য নেবে তা আগে থেকেই আঁচ করেছিল নতুন দিল্লি। তবে বিশেষজ্ঞদের মতে বালাকোটের মত সার্জিক্যাল স্ট্রাইক রুখতেই পাকিস্তানের এহেন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত জানান ” দুমুখি শত্রুর আক্রমণ থেকে বাঁচার ক্ষমতা, এবং আক্রমণের যথাযোগ্য প্রতুত্তরের ক্ষমতা ভারতের আছে, নিজের সার্বভৌমত্ব রক্ষার্থে ভারত কোন দেশের চোখরাঙানি সহ্য করবে না”।

Leave a Comment