গলওয়ানে ভারত ও চীন সংঘর্ষের পর কেটে গিয়েছে প্রায় এক মাস। ১৫ই জুন ভারতীয় সেনাদের ওপর চড়াও হয়ে কাঁটাতার যুক্ত লোহার রড দিয়ে চীন সেনা হত্যা করে নিরস্ত্র কুড়ি জন ভারতীয় সেনাকে, কিন্তু পাল্টা আক্রমণে নিহত হয় বেশকিছু চীন সেনা। ভারতীয় সূত্রে সেটি প্রায় ৪৩ জন কিন্তু আমেরিকার গোয়েন্দাদপ্তরের মতে সংখ্যাটা ৩৪।
বেজিং সরকার কখনো মোট মৃতের সংখ্যা প্রকাশ করেনি, তবে এক দুজন স্থানীয় কমান্ডার লেভেলের সেনার মৃত্যু স্বীকার করেছে। তবে সেদিনের হাতাহাতির পর মৃত চীন সেনাদের কি হোলো সেটা এখনো অন্ধকারে।
মার্কিন গোয়েন্দাসূত্রের মতে মৃত চীন সেনাদের পরিবারদের চাপ দেওয়া হয়েছে যাতে তারা অন্তোষ্টিক্রিয়া না করেন। বিদেশে বসবাসকারী চীনের নাগরিকদের মতে শি চিনফিং সরকারকে ভারতের থেকে শেখা উচিৎ যে কিভাবে শহীদদের সম্মান করতে হয়। প্রসঙ্গত ভারতীয় সেনাদের শহীদ হওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী “মন কি বাত” অনুষ্ঠানে ভারতীয় সেনাদের সম্পর্কে গোটা দেশ কে জানান এবং শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
২২ এবং ৩০ এর কোর কমান্ডার লেভেলের বৈঠকের পর কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ই ভিডিও কনফারেন্স করেন এবং তার পর গোগরা, গলওয়ান এবং হট স্প্রিং এলাকায় দুপক্ষের সেনা পিছনে হটে। কিন্তু এখনো পাংগং এলাকার ফিঙ্গার পাঁচ থেকে আট পর্যন্ত এলাকায় চিন সেনা রয়েছে এবং তার জন্য চুসুলে দুপক্ষের কোর কমান্ডার লেভেলের বৈঠক শুরু হয়েছে।