চীনা ভাইরাস নামে আপত্তি চীনের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার জন্য বরাবরই চীনকে দোষী বলে এসেছেন। চীনের বিরুদ্ধে করোনার তথ্য লুকানো এবং ল্যাবরেটরি তে করোনাভাইরাস তৈরি করার অভিযোগও এনেছেন তিনি। সম্প্রতি একজন চীনি ভাইরোলজিস্ট জানিয়েছিলেন যে কিভাবে করোনার উৎপত্তি নিয়ে তার গবেষণায় বেইজিং সরকার থেকে আপত্তি জানানো হয়।

তবে এই সব অভিযোগ ঝেড়ে ফেলতে চান জিনপিং। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনউইং সম্প্রতি একটি বিবৃতিতে বলেন ” চীন করোনাভাইরাস কে চিহ্নিত করেছে, ভাইরাসটি একটি নতুন প্রজাতির ভাইরাস এবং গোটা পৃথিবী এই ভাইরাসের তথ্য সম্পর্কে কিছুই জানতো না, চীন তাদেরকে সমস্ত কিছু জানিয়েছে, ভাইরাসটির জিনের গঠন আলাদা করে বিশ্বকে দেখিয়েছে, সেই জন্য গোটা বিশ্বের চীনের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত”।

করোনার ভ্যাকসিন আবিষ্কার হলে গোটা বিশ্বে যেন সেটা সম ভাবে বন্টন হতে পারে সেই উদ্দেশ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর নেতৃত্বে কোভাক্স নামক একটি উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি এই উদ্যোগে নাম লেখালো চীন। ছোট বা গরিব দেশগুলোর জন্য তৈরি এই উদ্যোগে এই প্রথম কোনো বড় দেশ যোগদান করলো। আমেরিকা এবং রাশিয়া কোভ্যাক্সে থাকবে না তারা সেটা আগেই জানিয়ে দিয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন গোয়েন্দা দপ্তর বরাবরই করোনা নিয়ে চীনের দিকে আঙুল তুলে এসেছে। করোনা নিয়ে তথ্য গোপন করার অভিযোগে ট্রাম্প বলে এসেছেন যে তাদের কাছে নাকি অকাট্য প্রমাণ রয়েছে। যদিও চীন এসব অভিযোগ ঝেড়ে ফেলেছে। আমেরিকা এবং ইউরোপের দেশ গুলি, চীন এবং রাশিয়ার তৈরি করা করোনার ভ্যাকসিন যে ব্যবহার করবে না তা স্পষ্ট করে বলে দিয়েছে। এমনকি হোয়াইট হাউস বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে চীনের গোপন আঁতাতের কথাও বলে এসেছে।

Leave a Comment