সম্প্রতি ইউনাইটেড স্টেটস সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও একটি বক্তব্যে বলেন যে চীনের উহান প্রদেশের ল্যাবরেটরিতেই সৃষ্টি করোনাভাইরাস এবং এই সম্পর্কিত যথেষ্ট তথ্য প্রমাণাদি আমেরিকার কাছে মজুদ আছে। আজ মাইক পম্পেওর এই কথাকে চ্যালেঞ্জ করল চীন।
চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনয়িং মন্তব্য করেন যে আমেরিকার কাছে সত্যিই যদি কোন প্রমাণ থাকে তাহলে সেটি যেন দেখানো হয়।
তিনি আরো বলেন যে যেখানে বিশ্বের প্রায় সমস্ত তাবড় তাবড় জীবাণুবিদ্ রা দাবি জানিয়েছেন যে করোনা প্রকৃতির সৃষ্টি সেখানে মাইক পম্পেওর এই ভিত্তিহীন অভিযোগ ধোপে টেকার মতন বলে তিনি মনে করেন না।
সম্প্রতি আমেরিকার একটি গোয়েন্দা সংস্থা এবং তার সাথে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দাবি করে যে করোনা প্রকৃতির সৃষ্টি এবং এটি বিশ্বের কোন ল্যাবরেটরীতে কৃত্রিম ভাবে তৈরি করা হয়নি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অনেকবার করোনা নিয়ে চীনকে দোষারোপ করেছেন।
হুয়া আরও জানান, আমেরিকায় গতবছর অক্টোবর এ একটি করোনাভাইরাস রোগী ধরা পড়েছিল, ফ্রান্সেও গত বছরের ডিসেম্বরে করোনাভাইরাস সংক্রান্ত একটি রোগী ধরা পড়েছিল। তিনি সমস্ত দেশগুলোকে আগের বছরের সমস্ত তথ্য ঘেঁটে দেখার অনুরোধ জানান।
তিনি আমেরিকাকে চ্যালেঞ্জ ছুঁড়ে জানান “যে দেশ ভিয়েতনাম যুদ্ধ এবং কোরিয়ান যুদ্ধে জীবাণুকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছে সে দেশের মুখে এরকম কথা মানায় না।”