কিছুক্ষনের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদন, আগামী দু’দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গুলিতে বৃষ্টিপাত চলবে। আর কিছুক্ষনের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেখান থেকে জানানো হয়েছে উত্তর বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এই বৃষ্টিপাত শুরু হবে প্রায় বারোটা থেকে এবং পরবর্তী দুই তিন ঘন্টার জন্য থাকবে।
কখনও মেঘ কখনো রোদ, গত কয়েকদিন ধরেই এভাবেই কলকাতার দিন শুরু হচ্ছে। তবে বুধবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। কোথাও কোথাও সকাল থেকেই দু’এক পশলা বৃষ্টিপাত শুরু হয়। দুপুরের পর থেকে বৃষ্টিপাত আরও বাড়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। আগামী কিছু ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর সক্রিয়, এই পরিস্থিতিতে কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রামে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
নিম্নচাপের জন্য উত্তর বঙ্গোপসাগরে হাওয়ার গতিবেগ থাকবে ৪৫ কিলোমিটার এর থেকেও বেশি। ফলে উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের যাওয়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানা গেছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং বর্ধমানের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। যদিও খুব ভারী বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা বেশি। তবে আগামীকাল থেকে এই নিম্নচাপের গতি কমবে। যার জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম। কিন্তু এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানা গেছে ফলে পশ্চিমের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।