কলকাতায় ও পার্শবর্তী এলাকা পরিদর্শনের পর কেন্দ্রীয় দল রাজ্যের কোভিড-19 মৃত্যুর অডিট কমিটির সাথে সাক্ষাৎকার করতে চাইলো।
রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহের কাছে চিঠি লিখে ঠিক কোন পরিপ্রেক্ষিতে রাজ্যের কমিটি কোভিড-19 মৃত্যুর হিসেব নির্ধারণ করছে তা জানতে চাইলেন কেন্দ্রীয় দলের আধিকারিক অপূর্ব চন্দ্র। তাঁর কথা অনুযায়ী রাজ্যের মুখ্যসচিব তাকে এই কমিটি তৈরির যে কারণ বলেন সেটি যথাযোগ্য নয়, এবং এটি আইসিএমআর প্রদত্ত গাইড লাইন অনুসরণ করছে কিনা সেটাও খতিয়ে দেখার বিষয়।