বাংলাদেশের ১২৬ কেজি ইলিশ বেআইনি ভাবে ভারতে ঢোকার পথ আটকালো বিএসএফ

বাংলাদেশের ১২৬ কেজি ইলিশ বেআইনি ভাবে ভারতে ঢোকার পথ আটকালো বিএসএফ

নিজস্ব সংবাদাতা, বাংলাদেশ থেকে ১২৬ কেজি ইলিশ বেআইনি ভাবে ভারতে আসার পথ রুখল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।জানা গিয়েছে, বুধবার গভীর রাতে বাংলাদেশ থেকে ট্রাক ভর্তি ইলিশ মাছ বেআইনি ভাবে ভারতে ঢোকাচ্ছিল। সেসময় পেট্রাপোল সীমান্তে চেকিং চলছিল। ইলিশ ভর্তি ওই ট্রাককে বাজেয়াপ্ত করা হয় ও চালক সহ ট্রাকে উপস্থিত সকলকে গ্রেফতার করে পুলিশ।

২০১২ সালে ভারতে ইলিশ রফতানি করার উপরে নিষেধাজ্ঞা চাপায় বাংলাদেশ সরকার। ২০১৯ সালে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। চলতি মরশুমে বাজারে প্রিয় ইলিশের অভাব চোখে পড়ার মতো। বাংলাদেশ থেকে পর্যাপ্ত পরিমাণে মাছ না পৌঁছানোর কারণে দামও বাড়ছে হু হু করে। বহু বাঙালির পাতে ইলিশের অভাবও দেখা গিয়েছে।

বিএসএফ-এর ডিআইজি (দক্ষিণবঙ্গ সীমান্ত) এস এস গুলেরিয়া জানিয়েছেন, “গত কয়েক বছরে বৃহত্তম এবং চলতি বছরে প্রথম এত বড় পরিমাণে পাচার করা ইলিশ ধরা পড়ল। ট্রাকচালককে এবং পাচার হওয়া ইলিশ স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।”

Leave a Comment