লকডাউন, কাজ নেই, রুটিরুজি প্রধান সমস্যা

রাষ্ট্রপুঞ্জের বার্তায় গোটা পৃথিবীর জন্য উঠে এলো এক ভয়াবহ দিক, জেনিভায় রাষ্ট্রপুঞ্জের আওতায় থাকা সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানাচ্ছে চলতি বছরে কোরোনার জেরে লকডাউন এর জন্য যে আর্থিক সংকট দেখা দিয়েছে তার ফল স্বরূপ প্রায় 27 কোটি মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতায় দিন কাটাবেন। যদিও এই সংখ্যাটা বিগত বছরেই ছিল 16.5 কোটি, কিন্তু এবছরে তা আরো বেড়ে দাঁড়াবে 26.5 কোটিতে। করোনা সমস্যার জেরে এমনিতেই ধুঁকছে পর্যটন শিল্প, তার মধ্যে বন্ধ অনেক কারখানা, তার মধ্যে রাজস্বে ঘাটতি অনেক দেশকে আর্থিক মন্দার আরো চরমে নিয়ে যেতে পারে।

ডব্লু. এফ. পি প্রধান আরিফ হুসেনের মতে সমাজে আর্থিক ভাবে নিচু তলার মানুষের কাছে করোনা অন্য মাত্রায় বিপজ্জনক হয়ে উঠছে। বিশেষত যাদের জীবন এমনিতেই কিনারায়, তাদের সাহায্যের জন্য সঙ্গবদ্ধ প্রচেষ্টা করতে হবে বলে উনি জানান।

Leave a Comment