পাকিস্তানে মাদ্রাসায় বিস্ফোরণ, নিহত ৭

পাকিস্তানে মঙ্গলবার সকালে পেশোয়ার এর অন্তর্গত দির কলোনিতে ক্লাস চলাকালীন একটি মাদ্রাসায় ভয়ানক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে এখনো পর্যন্ত বেশকিছু শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় ৭০।

স্থানীয় পুলিশ সূত্রে জানানো হয়েছে যে অজ্ঞাত পরিচয় ব্যক্তি বিস্ফোরকভর্তি একটি ব্যাগ মাদ্রাসায় রেখে যায়। পুলিশের তদন্ত এখনো চলছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, তারা সকলেই বিস্ফোরণের ফলে অগ্নিদগ্ধ। আপাতত মৃতের সংখ্যা ৫ শিশুসহ ৭ জন তবে এই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ আধিকারিক ওয়াকার আজিম জানান, ক্লাস চলাকালীন কোন অজ্ঞাত পরিচয় ব্যক্তি বিস্ফোরকভর্তি একটি ব্যাগ মাদ্রাসায় রেখে যান। মনে করা হচ্ছে বিস্ফোরক হিসেবে আই-ই-ডি ব্যবহার করা হয়েছে, এবং ব্যাগে অন্তত পাঁচ কেজি বিস্ফোরক ছিল।

এদিকে রবিবার পাকিস্তানের বালুচিস্তান কেঁপে ওঠে বিস্ফোরণে, সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলোর শিবির চলছিল। এখনো পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে তিনজনের। তবে নিশ্ছিদ্র নিরাপত্তায় থাকা সত্ত্বেও কিভাবে বিস্ফোরণ হলো সেটা খতিয়ে দেখছে প্রশাসন।

Leave a Comment