প্রকাশ্যে গুলি করে খুন টিটাগড়ে বিজেপি নেতাকে

প্রকাশ্যে গুলি করে খুন টিটাগড়ে বিজেপি নেতাকে

নিজস্ব প্রতিবেদন, প্রকাশ্যে গুলি করে খুন করা হল বাংলার এক বিজেপি নেতাকে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। রবিবার সন্ধ্যাবেলা টিটাগড় থানার সামনেই দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন মণীশ শুক্লা নামে ওই বিজেপি নেতা। তিনি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ‘ডান হাত’ বলে পরিচিত। তাঁর উপর মোট চার রাউন্ড গুলি চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে, এখনও পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।ঘটনার জেরে রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।স্বরাষ্ট্র সচিব এবং সেইসঙ্গে রাজ্য পুলিশের ডিজিকেও তলব করেছেন তিনি। ডেকে পাঠিয়েছেন সোমবার সকাল ১০ টায়।টিটাগড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য তলব করেছেন তিনি।

এই ঘটনার পরেই ব্যারাকপুর, টিটাগড়-সহ সংলগ্নও এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।বিজেপি নেতা মণীশ শুক্লার মৃত্যুর প্রতিবাদে সোমবার ব্যারাকপুর বন্ধ ডেকেছে বিজেপি নেতৃত্ব।রাজ্যে প্রকাশ্যে বিজেপি নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে, ট্যুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়।আইনশৃঙ্খলার প্রশ্নে রাজ্যের অতিরক্ত মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে তলব করেছেন তিনি।সূত্রের খবর, মোটর সাইকেলে করে আসে এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে বিজেপি নেতা মণীশ শুক্লা-কে। তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন তার এক সঙ্গী। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে রাস্তাতেই মৃত্যু হয় তার।

ঘটনা নিয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং ত্রিমূলের উপর দোষ চাপান। তিনি জানান, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনার প্রতিবাদে আজ সোমবার বারাকপুর বন্ধের ডাক দিয়েছে বিজেপি নেতৃত্ব। ১২ ঘন্টার বারাকপুর বনধের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে।ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীও। ঘটনার পরই কৈলাস বিজয়বর্গী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কড়া ভাষায় এই ঘটনার নিন্দা জানান। কৈলাশের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি নেতা মণীশ শুক্লকে টিটাগড় থানার সামনে গুলি করে খুন করেছে।তিনি বলেন, পুলিশের ওপর তাঁদের আর কোনও বিশ্বাস নেই। কারণ আগেই সাংসদ অর্জুন সিং তাঁকে অভিযোগ করে জানিয়েছেন যে বারাকপুরে তাঁর এবং তাঁর কর্মীদের জীবন নিয়ে সংশয় রয়েছে।

Leave a Comment