একদিকে মাদকাসক্ত বলিউড নিয়ে চলছে এনবিসির জেরা। অন্যদিকে আজ ৩৮ শে পা দিলেন বি’টাউনের চকলেট বয় রনবীর কাপুর। বর্তমানে আলিয়া-রনবীর জুটি তো আলোচনার শীর্ষে। তারই মধ্যে রনবীরের জন্মদিনে কেকের রহস্য ইতিমধ্যেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে। আলোর রোশনাইয়ের মাঝে জন্মদিনে ছবিতে পোজ দিয়েছেন বার্থডে বয়। কেকের ওপর লেখা ‘হ্যাপি বার্থডে ৮’। এই ‘৮’ – কে ঘিরেই শুরু হয়েছে জল্পনা। এটি কি তবে এই পাওয়ার কাপিল এর বিয়ের দিনের ইঙ্গিত নাকি পরের বছরের বিয়ের মাসের? নাকি তাদের বন্ধুত্বের ৮ বছরের ইশারা?
৮ এর ইঙ্গিত যাই হোক না কেন – সুসজ্জিত কেকের সামনে রনবীর আলেয়ার ছবি আলেয়ার ইন্সটাগ্রাম থেকে ভাইরাল হয়। তৎক্ষনাৎ পোস্টটি লাইক, কমেন্টসে ভরে ওঠে। অনেকদিন ধরে শোনা যাচ্ছিল চলতি বছরের শেষেই নাকি গাঁটছড়া বাঁধবেন দুজনে। কিন্তু করোনা পরিস্থিতির পর তেমন কোন খবর হাইলাইট হয়নি। কবে আসবে সেই শুভক্ষণ, তারই অপেক্ষায় এখন তাঁদের ভক্তরা। কিছুদিন আগেও তাদের বিয়ের খবরে জানা গিয়েছিল, ভাট এবং কাপুর পরিবারে তাদের বিয়ের তোড়জোড়ও শুরু হয়েছে জোরকদমে। দুই পরিবারের লোকজনও তাদের বিয়ে নিয়ে রীতিমতো আলোচনা শুরু করে দিয়েছেন। ক্যাটারিং থেকে পোশাক ডিজাইন সবই নাকি প্রায় ঠিক হয়ে গেছিল।
এদিন সপরিবারে নিজের জন্মদিন পালন করেছেন রণবীর। এই প্রথম বাবাকে ছাড়াই বার্থ ডে লাঞ্চ সারলেন তিনি। এদিন রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি রণবীরের বার্থ ডে লাঞ্চের একটি ঝলক শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে একফ্রেমে দেখা মেলে- রণবীর, নীতু এবং ঋদ্ধিমার। ক্যাপশনে ঋষি কন্যা লেখেন- ‘জন্মদিনের মাধ্যহ্নভোজ। ব়্যানস শুভ জন্মদিন’। জন্মদিনে মা নীতু কাপুরও সন্তানকে আবেগঘন শুভেচ্ছা জানায়। সোসাল মিডিয়ায় তিনি লেখেন- ‘জন্মদিন কখনই সম্পূর্ন নয় আর্শীবাদ ছাড়া!! আমি ওকে প্রতিদিন আর্শীবাদ করি,কারণ ও মানুষের ইমোশনগুলো খুব সহজে বুঝতে পারে!! আশেপাশের মানুষগুলোকে একটা অদ্ভূত নিরাপত্তা দেয় ও!