করোনা আতঙ্কে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে বেলুড়মঠ

করোনা আতঙ্কে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে বেলুড়মঠ

নিজস্ব প্রতিবেদন, দেশজুড়ে করোনার প্রকোপ। লকডাউন বেশ কিছুদিন বেলুড় বন্ধ থাকার পর ফের নিয়ম বিধি মেনে দর্শনার্থীর বেলুড়ের দরজা জন্য খোলা হয়। কিন্তু আবার তারাপীঠের পর বন্ধ হল বেলুড়। করোনা সংক্রমণের আশঙ্কা, সুরক্ষার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। গত জুন এবং জুলাই মাসে রাজ্যে এবং দেশে কার্যত লাগামছাড়া ভাবে বেড়েছে করোনার সংক্রমণ। ফলে সতর্কতার খাতিরে এ বার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে বেলুড়মঠ। রবিবার থেকেই দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানিয়েছেন, দিনদিন যেভাবে সংক্রমণ বাড়ছে, তাতে চিন্তা বাড়ছিল রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের। তাই এই সিদ্ধান্ত নেওয়া হল।

জুন মাসের মাঝামাঝি সময়ে বেলুড়মঠের এক মহারাজের করোনা সংক্রমণ ধরা পড়ে। সূত্রের খবর, তাঁর নাম সঞ্জীব মহারাজ। বয়স ৭৮ বছর। জানা যায়, মহারাজ অসুস্থ হওয়ার পর প্রাথমিক ভাবে তাঁর চিকিৎসা চলছিল মঠের ভিতরেই। পরে শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় তাঁকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। নমুনা পরীক্ষা করার পর মহারাজের কোভিড পজিটিভ রিপোর্ট আসে।

যদিও এরপর গত ১৫ জুন খুলে দেওয়া হয় বেলুড়মঠ। লকডাউনে গত ২৫ মার্চ থেকে ৮০ দিনের বেশি অর্থাৎ প্রায় তিনমাস বন্ধ থাকার পর খোলা হয় বেলুড়মঠ। আনলক ফেজ ১-এ ধর্মস্থান খোলার কথা ঘোষণা করা হয়। সেই মতোই খোলা হয় বেলুড়মঠ। তবে সেই সময় রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জনসাধারণের জন্য মঠ খোলা থাকবে। তবে কোভিড সংক্রমণ রুখতে দর্শনার্থীরা শারীরিক পরীক্ষার পরে একাধিক নিয়ম মেনে তবেই মঠে প্রবেশ করতে পারবেন। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়।

Leave a Comment