ফের বন্ধ হয়ে গেল বেলুড় মঠ, করোনা আক্রান্ত কমপক্ষে ৫৪ জন সন্ন্যাসী ও ১৬ জন কর্মী
নিজস্ব প্রতিবেদন, ফের বন্ধ হয়ে গেল বেলুড় মঠ। করোনা সংক্রমণের আশঙ্কাতেই এই সিদ্ধান্ত। আজ, সোমবার থেকেই দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হল সেখানে। সূত্রের খবর, বর্তমানে বেলুড় মঠে কমপক্ষে মোট ৫৪ জন সন্ন্যাসী এবং ১৬ জন কর্মী করোনায় আক্রান্ত।তাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল।
লকডাউনের শুরু থেকেই বেলুড় বন্ধ করা হয়েছিল ৫ মাসের জন্য। বেলুড়ের মধ্যে সম্প্রতি কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে। সেখানেই আক্রান্তরা রয়েছেন। তিনতলার এক ভবনে রাখা হয়েছে তাঁদের। উল্লেখ্য, ১৫ জুন ফের সরকারি নির্দেশ মেনে একাধিক বিধিনিষেধ জারি করে খুলে দেওয়া হয়েছিল। এরপরেও একবার মঠ বন্ধ রাখা হয়। কারণ, সন্ন্যাসীদের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের মঠ খুলে যায়। এরপর আবারও আজ থেকে ফের বেলুর মঠে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সকলের সুরক্ষার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিন্তু এযাবৎ বেলুড় মঠের অন্দরমহলে একসঙ্গে এতজন সংক্রমিত হননি, তাই স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন মঠ কতৃপক্ষ। তাই এবার সকলের সুরক্ষার্থে ফের অনির্দিষ্টকালের জন্য বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রসঙ্গত, গত ১৮ই সেপ্টেম্বর থেকে দক্ষিণেশ্বর মন্দির দর্শনের সময়বিধি বাড়ানো হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ৬টায় মন্দির খুলছে, বেলা ১২.৩০ টা পর্যন্ত দর্শন করা যাবে। বিকেলেও দর্শনের সময়সীমা বাড়ানো হয়েছে।