বিশাখাপত্তনমের হিন্দুস্থান শিপইয়ার্ডে ক্রেন চাপা পড়ে প্রাণ হারালেন অন্তত ১০ জন
নিজস্ব প্রতিবেদন, বিশাখাপত্তনমের শিপইয়ার্ডে উল্টে গেল ক্রেন, চাপা পড়ে মৃত অন্তত ১০। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডে আজ এক বিশাল মালবাহী ক্রেন ভেঙে পড়ায় দশ জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছে একজন। মাল তোলা নামানোর সময় আজ এই বিপত্তি ঘটে। ডিসিপি সুরেশ বাবু জানান, মৃতদের মধ্যে চারজন ছিলেন শিপইয়ার্ডের স্থায়ী কর্মী। বাকিরা ছিলেন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী।
জানা গিয়েছে, লোড টেস্টিংয়ের সময় ঘটেছে এই দুর্ঘটনা। এক ইউনিয়ন লিডার জানিয়েছেন, ক্রেনে বেশি মাল তোলা হয়ে গিয়েছিল,তাই সেটি ভেঙে পড়ে। উপস্থিতির রেজিস্টার দেখে দুর্ঘটনার সময় ঠিক কতজন কর্মী ঘটনাস্থলে ছিলেন জানার চেষ্টা চলছে। মন্ত্রী অবন্তী শ্রীনিবাস জানিয়েছেন, আহতদের সম্ভাব্য শ্রেষ্ঠ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কর্মীদের পরিজনরা ঘটনাস্থলে এসেছেন, তাঁদের অভিযোগ, তাঁদের দুর্ঘটনার এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। তাঁদের প্রিয়জন বেঁচে আছেন কিনা, তাও জানাচ্ছেন না আধিকারিকরা।
এই দুর্ঘটনা স্থানীয় এক কর্মী তাঁর মোবাইলে ভিডিও করেন। ভিডিওতে বিশালাকার ওই ক্রেনটিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে দেখা গেছে। ঘটনার কিছুক্ষণ পড়েই কয়েকটি অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়িকে ঘটনাস্থলের দিকে ছুটে যেতে দেখা যায়।
এই হিন্দুস্তান শিপইয়ার্ডটি অন্ধ্র সরকারের অধীনস্থ এই সংস্থা এখনও অবধি ১৯১ টি ভেসেল নির্মাণ করেছে এবং ১৯৮২ টি জাহাজের মেরামতির কাজ করেছে। বছরের পর বছর ধরে সমুদ্র পথে যাতায়াতের সুবিধা, দুর্দান্ত পরিকাঠামো, সুদক্ষ কর্মী নিয়োগের ফলে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড অন্ধ্র সরকারের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। কিন্তু আজ এই দুর্ঘটনার পর সেখানকার পরিকাঠামো নিয়েও প্রশ্ন উঠছে।