মার্কিন নভোশ্চর কেট রুবিনস বর্তমানে আছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। সেখানে তার সঙ্গী দুই রুশ নভোশ্চর। ১৪ই অক্টোবর তিনি পাড়ি দিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে এবং ফিরবেন ৩ নভেম্বরের পর, সেজন্য মহাকাশ থেকেই তিনি প্রয়োগ করলেন তার ভোটাধিকার।
২৩ শে অক্টোবর নাসা তাদের ভেরিফাইড টুইটার হ্যান্ডেল থেকে জানায় যে মহাকাশ থেকেই ভোটাধিকার প্রয়োগ করেছেন কেট। স্পেস স্টেশনে বানানো হয়েছিল একটি ভোট বুথ, এবং ইমেইলের মাধ্যমে একটি ফ্রম তিনি ফিলাপ করে ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে ২০১৬ সালেও তিনি একই ভাবে ভোট দিয়েছিলেন। তার ঠিকানায় লেখা ছিল লোয়ার আর্থ অরবিট। মহাকাশ থেকে ভোটাধিকার প্রয়োগের আইন আমেরিকায় ১৯৯৭ সালে পাশ করা হয়।