২০২০ তে করোনা মহামারি অনেক দুঃসংবাদ আনলেও তার সাথে এনেছে অনেক নতুন স্টার কিড দের আগমনের বার্তা। টলিগঞ্জের প্রথম সারির নামকরা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তীর সদ্যই কোল আলো করে এসেছে তাদের রাজপুত্র ছোট্ট ইউভান। ১২ই সেপ্টেম্বর মা হয় শুভশ্রী। জন্মের পর থেকেই ইউভান নেটদুনিয়ায় স্টার। ডেলিভারির পর থেকে এখনো পর্যন্ত সব মুহূর্তের ছবি রাজ সোস্যাল মিডিয়ায় শেয়ার করে চলেন তাতে নেটিজেনরা আরও বেশি ইউভানের প্রতি আপ্লুত হয়ে পড়ে। প্রতিটি ছবি মুহুর্তেই হয়ে যায় ভাইরাল। এই ছোট্ট ইউভানের এতোই ফ্যান ফলোয়িং যে তার নামে সোস্যাল সাইটে ফেক প্রোফাইল ও দেখা যায়। তাতে অবশ্য বাবা রাজ চক্রবর্তী কিছুটা মনক্ষুণ্ণ হয়ে অনুরোধ করেন যে ইউভান এখন অনেক ছোট, ওকে ঘিরে এখনি এসব ফেক প্রোফাইল খোলার কোন দরকার নেই।
হসপিটালের বেডে শুভশ্রীকে মোহময় চুম্বন থেকে শুরু করে, ছেলেকে প্রথম আদর, ঘরে এনে ছোট্ট ইউভানকে কলকাতা দেখানোর ভিডিও সবই খুব ভাইরাল হয়ে যায়। এছাড়াও ঠাম্ম, দিম্মার কোলে ছোট্ট ইউভানের আদরমাখা মুহুর্ত সব কিছুই একের পর এক আপলোড করেন রাজ। আর আপলোড হওয়া মাত্রই ভাইরাল। কিন্তু সম্প্রতি যে ছবিটি ভাইরাল হয় সেটি কিন্তু একেবারে অন্যরকম আবেগমাখা। অষ্টমীর সকালে ছোট্ট ইউভানকে দেখা গেলো শুভশ্রীর কোলে। ছোট্ট ইউভানের ছোট্ট
ইউভানকে দেখা গেলো একদম বাঙালি বাবুর লুক-এ।পরনে সাদা পাঞ্জাবি – পাজামা। মায়ের কোলে এসে হাজির হয়ে গেছে অষ্টমীর সকালে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের শুভেচ্ছা জানাতে। মা ছেলের এই ছবি ইতিমধ্যে কুড়ি হাজারের বেশি মানুষ দেখে ফেলেছেন। প্রসঙ্গত উল্লেখ্য গত ১২ অক্টোবর এক মাস পূর্ণ হয়েছে ইউভানের।
নেটিজেনরা অপেক্ষায় থাজে তার প্রতিদিনের ছবির। সকলেই ভালোবাসা, শুভকামনা ও আশীর্বাদ দেয় প্রিন্স ইউভান-কে। কে ই বা জানে সে-ই হয়তো হতে পারে টলিগঞ্জের আগামী দিনের সুপারস্টার।