রেমেডিসিভের ব্যার্থ : হু

করোনার ওষুধ হিসেবে রেমডেসিভির ট্রায়াল চালাচ্ছিল হু। সম্প্রতি এই ট্রায়ালের ফলাফলে হু জানায় যে এই ওষুধের করোনা প্রতিরোধে কোন কার্যকারিতা নেই। এর আগে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন এবং এইডস এর ঔষধ লোপিনাভির এবং ইন্টারফেরন কে একইভাবে কার্যকারিতার অভাবে করোনার ট্রায়াল ঔষধের পরীক্ষা থেকে বাদ দিয়েছিল হু।

রেমেডিসিভের প্রস্তুতকারী সংস্থা গিলয়েড ফার্মাসিউটিক্যালস জানায় “আমরা রেমডিসিভির সফলভাবে পরীক্ষা করেছি, এবং নিয়ন্ত্রিত পরীক্ষার মাধ্যমে করোনা চিকিৎসায় এই ঔষধটি যথেষ্ট পরিমাণে কার্যকরী, সেক্ষেত্রে হু এর এই ফলাফল আমরা মানতে পারছিনা”।

বস্তুত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওরফে হু বিশ্বের বিভিন্ন দেশের ১১ হাজারেরও বেশি মানুষের উপর উপরোক্ত ঔষধগুলি পরীক্ষা করে, আপাতভাবে তারা জানিয়েছে এখনো পর্যন্ত রেমেডিসিভিরের কোন ইতিবাচক ফলাফল তারা লক্ষ্য করেনি, এই ওষুধ প্রয়োগের পরেও করোনা চিকিৎসাকে ত্বরান্বিত করা যায়নি। এখনো পর্যন্ত হু এর ওয়েবসাইটে রেমডিসিভির এর এই ফলাফল প্রকাশিত না হলেও একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা এটি জানিয়েছে, এবং বলেছে তারা এই ক্ষেত্রে পুনর্বিবেচনা করতেও প্রস্তুত।

ঔষধটি আমেরিকার সেন্টার ফর ড্রাগ কন্ট্রোল থেকে ছাড়পত্র পাওয়ার পর ভারত সহ বহু দেশে ব্যাপকভাবে ওষুধটি প্রয়োগ শুরু হয়। হু এর মতে তারা এখনো পর্যন্ত রেমেডিসিভের কোনো ভালো ফলাফল লক্ষ না করলেও তারা পুনর্বিবেচনা করে দেখতে চায়।

Leave a Comment