সমবায় ব্যাঙ্কে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হল অর্জুন সিংহের ভাইপো
নিজস্ব প্রতিবেদন, ভাটপাড়া সমবায় ব্যাংক দুর্নীতি মামলায় ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিত সিং-কে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ব্যারাকপুর কমিশনারেটের একটি টিম পাপ্পুকে গ্রেফতার করে। ধৃত সঞ্জিত সিংহ ওরফে পাপ্পুর বিরুদ্ধে সমবায় ব্যাঙ্ক থেকে ১২ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে।
এর আগে বেশ কয়েকবার সঞ্জিতকে বেশ কয়েকবার ডেকে পাঠানো হয় ব্যারাকপুর কমিশনারেটের ডিডি অফিসে।কিন্তু জিজ্ঞাসাবাদে তাঁর থেকে তেমন সদুত্তর পাওয়া যায়নি। বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে সিবিআই তদন্তের দাবিতে শুক্রবার সন্ধ্যায় ব্যারাকপুর থেকে টিটাগড় পর্যন্ত মোমবাতি মিছিল ছিল বিজেপির। মিছিলের নেতৃত্ব দেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। সেই সুযোগে জগদ্দলে পৌঁছে যায় ব্যারাকপুর কমিশনারেটের দুর্নীতি দমন শাখার অফিসারেরা। অর্জুন সিংয়ের বাড়ি ‘মজদুর ভবন’-এর কাছ থেকেই পাপ্পুকে পুলিশ গ্রেফতার করে।
ভাটপাড়া পুরসভার করা মামলায় অর্জুন পুত্র পবন সিংহ, অর্জুনের আরেক ভাইপো সৌরভ সহ এক আত্মীয় – তিনজনের বিরুদ্ধে বেআইনিভাবে একটি বেসরকারি সংস্থাকে ৪ কোটি টাকা বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ দায়ের করেছে ভাটপাড়া পুরসভা।সেসময় পুরসভার কাজের টেন্ডারকে কেন্দ্র করে ওই সমবায় ব্যাংকের বহু কোটি টাকা ঋণের মাধ্যমে তছরুপ হয় বলে অভিযোগ। মোট ২৬টি ফাইলে সই হওয়ার পর ঋণের অনুমোদন মিলেছিল। যার পরিমাণ পুলিশ আগে জানিয়েছিল ২০ কোটি টাকা, কিন্তু পরে দেখা যায় তা ১১-১২ কোটি টাকার বেশি নয়।
এক তদন্তকারী বলেন, “পুরসভার কাজের জন্য এই ঋণ দেওয়া হলেও আমরা তদন্তে নেমে দেখেছি প্রায় সাড়ে এগারো কোটি টাকা পাপ্পু সিংহের অ্যাকাউন্টে ঢুকেছে। সেখান থেকে তা অন্য জায়গায় পাচার করা হয়েছে।” পাপ্পুকে গ্রেফতার করার জন্য একাধিক বার সাংসদের বাড়ি ‘মজদুর ভবন’-এ গিয়েছিল পুলিশ। কিন্তু প্রতিবারই বাধার মুখে পড়তে হয়েছে তাদের।হেফাজতে।