গরিবরা পাচ্ছেন তো রেশন?

সাম্প্রতিক “দী হিন্দু” সংবাদ মাধ্যমের একটি সমীক্ষায় একটি করুন চিত্র ফুটে উঠলো দেশজোড়া। যাদের জন্য বিনামূল্যে সরকারি রেশন ব্যবস্থা তারা কতটা সাহায্য পাচ্ছেন, সমীক্ষা বলছে দেশজোড়া ৯০% পরিযায়ী শ্রমিক কোনো রেশন পাননি। প্রায় ১২ হাজার পরিযায়ী শ্রমিকের উপর করা এই সমীক্ষা বলছে ওই শ্রমিকদের ৯৬% ৮ থেকে ১৩ এপ্রিল সরকারি রেশন পাননি। সরকারের পক্ষ থেকে যতই বলা হোক কারোর চাকরি যেন না যায় আসলে হাল হাকিকত কিন্তু বিশ বাও জলে, দেখা যাচ্ছে এই শ্রমিকদের ৯০% লকডাউনের কোনো বেতন পাননি ফলে ২৭ মার্চ থেকে ১৩ এপ্রিল অন্তত ৭০% শ্রমিকদের হাতে ছিল মাত্র ২০০ টাকা।

সরকারি ঢাক ঢোল পেটানো দাবিদাওয়া কোথায় দাঁড়িয়ে আছে এই সমীক্ষাগুলো সেগুলো বার বার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তর – প্রদেশ যেখানেই তাকানো যায় একই হাল। মাত্র ২০০ টাকা অবলম্বনে পরিযায়ী শ্রমিকেরা যে কিরকম অবস্থার মধ্যে দিয়ে যেতে পারেন সেটা বলাই বাহুল্য। ভারতের মতো দেশ যেখানে উৎপাদন উদবৃত্ত হয় সে দেশের খাদ্য সুরক্ষার হাল যদি এমন বেহাল হয় তবে সত্যিই কিছু বলার থাকে না। এর মধ্যে কতটা রাজনৈতিক অসমর্থতা আর কতটা রাজ্যের বন্টন প্রক্রিয়ার অসামঞ্জস্যতা সেটা হয়তো সময় বলবে।

Leave a Comment