ইতিহাসের দেশ মিশর। নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন গিজগিজ করছে গোটা দেশটি। একদিকে যেরকম স্ফীঙস-এর বিশাল মূর্তি, পর্বতসমান গিজার পিরামিড আবার অন্যদিকে আবু সিম্বলের মন্দির। সারাবছরই মিশরে থাকে পর্যটকদের ভিড়, নীল নদের ধারের এই প্রাচীন নিদর্শনগুলো পর্যটকের ভিড়ে সারাক্ষণই উপচে থাকে।
সম্প্রতি মিশরের সাকারা এলাকায় চলছিল খননকার্য, মিশরের প্রাচীন মেম্ফিস শহরের অংশ এটি। এখনো অব্দি সাকারা থেকে ১৩ টি কফিন বা মিসরীয় ভাষায় বলতে গেলে সারকোফেগাস উদ্ধার করা হয়েছে, আরো ১৪ টি সারকোফেগাসের খোঁজ ইতিমধ্যেই মিলেছে। প্রত্নতত্ত্ববিদরা মনে করছেন এই মমি গুলি সমাজের বিত্তশালী এবং পুরোহিত শ্রেণীর মানুষদের।
সম্প্রতি এমনই একটি মমির সারকোফেগাসের ঢাকনা উন্মোচনের সময় উপস্থিত পর্যটকেরা তা দেখার জন্য ভিড় করে। মিশরের একদল প্রত্নতত্ত্ববিদ ওই সারকোফেগাসের ঢাকনা খুলতেই বেরিয়ে আসে প্রায় ২৫০০ বছর পুরনো একটি মমি। বিশেষজ্ঞদের মতে মমি গুলো বেশ ভাল অবস্থাতেই রয়েছে।
জনগণের সামনে কফিনের এই উন্মোচন ইন্টারনেটের দুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
ভিডিওটি এখনো অব্দি ৯০ লক্ষ বার দেখা হয়েছে।
জনসমক্ষে মমির উন্মোচন ইতিহাসের দিক থেকে বেশ বিরল দৃশ্য, এবং যেসব পর্যটকেরা ঘটনাস্থলে ছিলেন তারা এই সমস্ত দৃশ্য দেখে রীতিমতো বিহবল হয়েছেন।