অতি ভয়ংকর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আমপান, এবং এখন যেরকম গতিবিধি রয়েছে তাতে বুধবার পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তার। এই নিয়ে সোমবার বিকেল চারটের সময় বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীর এই বৈঠকের বিষয়ে সোমবার সকালে ট্যুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি বলেন “দেশের বিভিন্ন প্রান্তে যে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে তার পরিস্থিতি পর্যালোচনা করতেই আজকের এই উচ্চপর্যায়ের বৈঠক”। স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে সাথে বিপর্যয় মোকাবিলা দফতরের প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। যদিও রাজ্যের প্রতিনিধিরা থাকবেন কিনা সেটি এখনো স্পষ্ট নয়।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রের খবর দিল্লিতে রাজ্যের রেসিডেন্ট কমিশনারকে বৈঠকের বিষয়ে জানানো হয়েছে যদিও তিনি উপস্থিত থাকবেন কিনা সে বিষয়ে এখনো নবান্নের তরফ থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি।
ঘূর্ণিঝড় ফনির বছর ঘুরতে না ঘুরতেই আরেকটা ঘূর্ণিঝড় আছে পড়তে চলেছে রাজ্যে তবে ফনির গতিপথে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ওড়িশা, এবার সেটা বাংলা হতে চলছে কিনা সেটা এখনো অনুমান সাপেক্ষ। তবে পশ্চিমবঙ্গ উপকূলে যদি আমপান আছড়ে পড়ে, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে রাজ্যে। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরানোর কাজ শুরু করেছে রাজ্য প্রশাসন।