রিপোর্ট পজেটিভ আসার আগেই বৈঠকে বসেছিলেন অমিত শাহ-মোদী-রাজনাথ, মন্ত্রিসভার বৈঠক নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ

রিপোর্ট পজেটিভ আসার আগেই বৈঠকে বসেছিলেন অমিত শাহ-মোদী-রাজনাথ, মন্ত্রিসভার বৈঠক নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নতুন শিক্ষানীতি নিয়ে মোদী-শাহের সঙ্গে ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। বৈঠক সামাজিক দূরত্ব বিধি মেনেই করা হয়েছিল বলে জানা যাচ্ছে, তা সত্ত্বেও মন্ত্রিসভার বৈঠক নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে।

করোনা পজিটিভ রিপোর্ট আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নতুন শিক্ষা নীতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ। সেই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।প্রসঙ্গত, গতকাল দুপুরেই নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর টুইট করে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরেই চিকিৎসকদের পরামর্শে গুরুগ্রামের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এখনও পর্যন্ত তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে।

উল্লেখিত বৈঠকে সমস্ত রকম সুরক্ষাবিধি মেনে চলা হয়েছিল বলেই সরকারি সূত্রে খবর।মন্ত্রিসভার বৈঠক সামাজিক দূরত্ব বিধি মেনেই হয়েছিল বলে জানা গিয়েছে। সেই সঙ্গে মাস্ক এবং স্যানিটাইজেশনও করা হয়েছিল বলে খবর। সব মন্ত্রীরাই মাস্ক পরে উপস্থি ছিলেন বৈঠকে। কিন্তু তার পরেও পুরোপুরি উদ্বেগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অন্যদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। পর পর মন্ত্রীমহলে এহেন আক্রান্তের খবর পাওয়াতে তঠস্থ হয়ে রয়েছে রাজনৈতিক মহল। সুরক্ষাবিধির কবচ এক্ষেত্রে কতোটা কাজ করে সেটাই এখন উদ্বেগের বিষয়। পাশাপাশি করোনা ভাইরাসে আক্রান্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। তিনিও হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর অবস্থাও স্থিতিশীল বলে জানা গিয়েছে। এদিকে আবার তাঁর মেয়েও করোনা পজিটিভ হয়েছে বলে সূত্রের খবর

Leave a Comment